leadT1ad

রাবিতে ভর্তির আবেদনের সময় শেষ, এবছর ভর্তিচ্ছু ২ লাখ ৭২ হাজার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৬: ০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ৭ ডিসেম্বর রাত ১২টায়। শেষ পর্যন্ত তিন ইউনিটে মোট ২ লাখ ৭২ হাজার ৬২৫টি আবেদন জমা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

প্রশাসনের তথ্য অনুযায়ী, এবছর ‘এ’ ইউনিট (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি, ‘বি’ ইউনিট (বাণিজ্য বিভাগ) মোট ৩০ হাজার ৮৮৬টি; এর মধ্যে বাণিজ্য শাখা থেকে ১৮ হাজার ৪৫২ ও অ-বাণিজ্য শাখা থেকে ১২ হাজার ৪৩৪ এবং ‘সি’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) আবেদন জমা পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি; এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১ লাখ ২০ হাজার ৮৩৮টি ও অবিজ্ঞান বিভাগে ৫ হাজার ৩৮৭টি।

এবার সিলেকশন প্রক্রিয়া বাদ দিয়ে সব আবেদনকারীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই শিফটে; সকাল ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা।

এবছরের ভর্তি পরীক্ষা শুরু হবে ‘সি‘ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে, ১৬ জানুয়ারি। এরপর ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এ বছরের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল; এই ছয় বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

Ad 300x250

সম্পর্কিত