leadT1ad

বিজ্ঞান এতদিন ছিল সাজসজ্জার উপকরণ, এখন বাস্তবমুখী গবেষণা জরুরি: গণশিক্ষা উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৭: ৩৪
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সংগৃহীত ছবি

আমাদের দেশে বিজ্ঞান দীর্ঘদিন ধরে বাস্তব প্রয়োগের বদলে কেবল সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে এখন মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষিত করে গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে গবেষণাকে হতে হবে শিক্ষা ব্যবস্থার জন্য উন্নয়নমুখী। একই সঙ্গে তা সমস্যা সমাধানভিত্তিক হওয়া জরুরি।

গবেষণার বিষয়বস্তু নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দিয়ে বিধান রঞ্জন রায় বলেন, বাস্তব সমস্যার নিরিখে গবেষণার বিষয় ঠিক করতে হবে। পাশাপাশি সম্ভাব্য সমাধানের উপায়গুলোর কার্যকর ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠপর্যায়ে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তা ও নেপ অনুষদের সদস্যরা অংশ নেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত