ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
স্ট্রিম প্রতিবেদক

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা। দেশটি উপকূলীয় কানাসিমা জেলায় গাছ উপড়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি বুধবার দুপুরে বাপাটলা উপকূলে ল্যান্ডফল শুরু করে এবং ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে।
ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের ১৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং অন্তত ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের বহু এলাকায় যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ঝড়ের কারণে ১২২টি ট্রেন এবং ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অন্তত ৭৬ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৯টি জেলায় লাল সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।
ঘূর্ণিঝড়ের কারণে অন্তত ১২২টি ট্রেন এবং ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজ্যের কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজে এনডিআরএফ ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দল কাজ করছে।
মোন্থার প্রভাবে পার্শ্ববর্তী ওড়িশা ও তেলেঙ্গানায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও কক্সবাজারসহ উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, এই সময় আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
বিএমডি জানিয়েছে, বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং সমুদ্র এখনো উত্তাল। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা। দেশটি উপকূলীয় কানাসিমা জেলায় গাছ উপড়ে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি বুধবার দুপুরে বাপাটলা উপকূলে ল্যান্ডফল শুরু করে এবং ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে।
ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের ১৯টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং অন্তত ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের বহু এলাকায় যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ঝড়ের কারণে ১২২টি ট্রেন এবং ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অন্তত ৭৬ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৯টি জেলায় লাল সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।
ঘূর্ণিঝড়ের কারণে অন্তত ১২২টি ট্রেন এবং ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজ্যের কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজে এনডিআরএফ ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দল কাজ করছে।
মোন্থার প্রভাবে পার্শ্ববর্তী ওড়িশা ও তেলেঙ্গানায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও কক্সবাজারসহ উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, এই সময় আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
বিএমডি জানিয়েছে, বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং সমুদ্র এখনো উত্তাল। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

অকারণে হর্ন দেওয়াকে ‘বদভ্যাস’ আখ্যা দিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সাধারণ জনগনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১ দিন আগে
রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে পরিবেশ রক্ষায় সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২ দিন আগে
শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, হর্ন বাজানো দীর্ঘদিনের বদভ্যাস। এটি পরিবর্তনে আইনের পাশাপাশি মানুষের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে।
৯ দিন আগে
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভোটের জন্য জনগণের কাছে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই চার কোটি মানুষকে পেছনে ফেলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী নির্বাচনের ইশতেহারে উপকূলের মানুষের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।’
১৫ দিন আগে