leadT1ad

ফটো নিউজ/কড়াইলের আগুন: প্রাণ বাঁচলেও সর্বস্ব ছাই

কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দেড় হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন থেকে প্রাণে বাঁচতে পারলেও সম্পদের দিক থেকে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে প্রায় সবাই। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে অনেকেই বলছেন, জীবন রক্ষা পেলেও বসতঘর, প্রয়োজনীয় আসবাব ও সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তাঁরা। স্থানীয়দের মতে, দেড় থেকে দুই হাজার পরিবার এখন সর্বস্ব হারিয়েছে। ধ্বংসস্তূপে খুঁজে পাওয়া গেছে পুড়ে যাওয়া টিউবওয়েল, লোহার জিনিস, আসবাবসহ নানা কিছু। বাকি সব ছাই।

কড়াইল বস্তিতে লাগা আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের একাংশ।
নিজের পোড়া ঘরের দরজার সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে এক নারী।
পোড়া একটি ভবনে উঠছে এক শিশু ও তরুণ।
পোড়া একটি ভবনে উঠছে এক শিশু ও তরুণ।
আগুনে পুড়ে যাওয়া শিশুর সাইকেল।
আগুনে পুড়ে যাওয়া একটি ঘর।
নিজের পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে এক অসহায় নারী।
পোড়া ঘরের সামনে কাপড় শুকাতে দিচ্ছেন এক নারী।
ক্ষুধায় মায়ের কোলে কাঁদছে এক শিশু।
আগুন থেকে রক্ষা পেয়েছে এই পোষা মোরগ-মুরগি।
পুড়ে যাওয়া একটি টিউবওয়েল।
বই হাতে বাবার কাঁধে চড়ে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাচ্ছে এক শিশু।
Ad 300x250

সম্পর্কিত