.png)

স্ট্রিম ডেস্ক

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক, চিকিৎসক ও উদ্ধারকর্মী রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাতের হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে ছিলেন আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের চিত্রগ্রাহক হুসাম আল-মাসরি, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হয়ে কাজ করা ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম আবু ডাক্কা, আহমেদ আবু আজিজ এবং মুয়াজ আবু তাহা।
প্রত্যক্ষদর্শী চিকিৎসক ড. আহমেদ আল-ফাররা জানান, প্রথমে নাসের হাসপাতালের একটি ভবনের উপরের তলায় একটি বিস্ফোরণ ঘটে। পরে সাংবাদিক ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এটি একটি ‘ডাবল-ট্যাপ’ হামলা ছিল।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম বলেন, ‘এই হামলার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেবল পথচারী বা আশেপাশের বাসিন্দারাই নয়, হাসপাতালের রোগীরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।’
এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার কর্মীরা এই হামলাকে সাংবাদিকদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলার অংশ হিসেবে আখ্যায়িত করেছেন।
জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলবিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজ বলেন, ‘দায়িত্ব পালনরত উদ্ধারকর্মীরা নিহত হয়েছেন। গাজায় এই ধরনের দৃশ্য প্রতিনিয়ত ঘটছে। কিন্তু সেগুলোর বেশিরভাগই দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে।’
তিনি বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে বলেন, ‘এই হত্যাযজ্ঞ থামাতে এখনই ব্যবস্থা নিন। অবরোধ ভাঙুন, অস্ত্র নিষেধাজ্ঞা দিন, নিষেধাজ্ঞা আরোপ করুন।’
ইসরায়েলের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এই হামলার তদন্তের দাবি জানিয়েছে।
প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট এই হামলাকে ‘স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এই হামলার উদ্দেশ্য সাংবাদিকদের আতঙ্কিত করা এবং বিশ্ববাসীর সামনে ইসরায়েলের অপরাধ প্রকাশে বাধা সৃষ্টি করা।
আল জাজিরার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৭৩ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ‘ইসরায়েলকে সাংবাদিকদের ওপর অব্যাহত বেআইনি হামলার জন্য জবাবদিহির আওতায় আনা হয়।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয় প্রায় আড়াই শ জনকে। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৬২ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক, চিকিৎসক ও উদ্ধারকর্মী রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাতের হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে ছিলেন আল জাজিরার মোহাম্মদ সালামা, রয়টার্সের চিত্রগ্রাহক হুসাম আল-মাসরি, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হয়ে কাজ করা ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম আবু ডাক্কা, আহমেদ আবু আজিজ এবং মুয়াজ আবু তাহা।
প্রত্যক্ষদর্শী চিকিৎসক ড. আহমেদ আল-ফাররা জানান, প্রথমে নাসের হাসপাতালের একটি ভবনের উপরের তলায় একটি বিস্ফোরণ ঘটে। পরে সাংবাদিক ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এটি একটি ‘ডাবল-ট্যাপ’ হামলা ছিল।
আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম বলেন, ‘এই হামলার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেবল পথচারী বা আশেপাশের বাসিন্দারাই নয়, হাসপাতালের রোগীরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।’
এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার কর্মীরা এই হামলাকে সাংবাদিকদের ওপর ইসরায়েলের পরিকল্পিত হামলার অংশ হিসেবে আখ্যায়িত করেছেন।
জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলবিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজ বলেন, ‘দায়িত্ব পালনরত উদ্ধারকর্মীরা নিহত হয়েছেন। গাজায় এই ধরনের দৃশ্য প্রতিনিয়ত ঘটছে। কিন্তু সেগুলোর বেশিরভাগই দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে।’
তিনি বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে বলেন, ‘এই হত্যাযজ্ঞ থামাতে এখনই ব্যবস্থা নিন। অবরোধ ভাঙুন, অস্ত্র নিষেধাজ্ঞা দিন, নিষেধাজ্ঞা আরোপ করুন।’
ইসরায়েলের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এই হামলার তদন্তের দাবি জানিয়েছে।
প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট এই হামলাকে ‘স্বাধীন গণমাধ্যমের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এই হামলার উদ্দেশ্য সাংবাদিকদের আতঙ্কিত করা এবং বিশ্ববাসীর সামনে ইসরায়েলের অপরাধ প্রকাশে বাধা সৃষ্টি করা।
আল জাজিরার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৭৩ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ‘ইসরায়েলকে সাংবাদিকদের ওপর অব্যাহত বেআইনি হামলার জন্য জবাবদিহির আওতায় আনা হয়।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয় প্রায় আড়াই শ জনকে। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৬২ হাজার ৭০০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি।
.png)

কানাডা তার সাম্প্রতিক দশকগুলোর সবচেয়ে বড় অভিবাসন সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটি আগামী বছর থেকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫–৩২ শতাংশ পর্যন্ত কমাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এইচ–১বি ভিসাধারী ও দক্ষ গবেষকদের জন্য বিশেষ ভিসা চালুর পরিকল্পনা করেছে সরকার।
১০ ঘণ্টা আগে
গাজা সিটির পাশের এক উঁচু বাঁধ থেকে তাকালে বোঝা যায়, যুদ্ধ এই শহরকে কীভাবে ধ্বংস করেছে। মানচিত্রের গাজার চিহ্ন এখন নেই। স্মৃতির শহরটি পরিণত হয়েছে ধূসর ধ্বংসস্তূপে, যা একদিক থেকে অন্যদিকে প্রসারিত। বেইত হানুন থেকে গাজা সিটি পর্যন্ত যতদূর চোখ যায়, শুধু ভাঙাচোরা ইট-পাথর।
১৬ ঘণ্টা আগে
নির্বাচনে জয়ের পর বুধবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তাঁর প্রশাসনের রূপরেখা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবেন।
১৮ ঘণ্টা আগে
নিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফার্স্ট লেডি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে তাঁর স্বামী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
২১ ঘণ্টা আগে