স্ট্রিম ডেস্ক

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেছেন, ন্যাটোভুক্ত দেশে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোতে আক্রমণের মতো অবস্থানে চলে আসতে পারে রাশিয়া। তাই সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং রুশদের ঠেকাতে জোটকে শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এসব কথা বলেন তিনি। বার্লিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান বক্তা হয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে সতর্ক করে মার্র্ক রুট বলেন, এই হুমকির ব্যাপারে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। রাশিয়ার পরবর্তী লক্ষ্য হলো আমরা। খবর আনাদোলুর।
ন্যাটো প্রধান উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়া ব্যাপকহারে তাদের প্রতিরক্ষা উৎপাদন বাড়িয়েছে। দেশটি চলতি বছর প্রায় দুই হাজার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাসে আনুমানিক ২৯০০টি ড্রোন তৈরি করছে।
পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে রাশিয়া ক্রমশ বহুমুখি যুদ্ধ শুরু করছে অভিযোগ তুলে মার্ক রুট বলেন, আকাশসীমা লঙ্ঘন, গোপন অভিযান, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক হামলা ও ড্রোন অনুপ্রবেশের পেছনে মস্কোর হাত রয়েছে।
তিনি বলেন, রাশিয়ার এসব উসকানিতে ন্যাটোর প্রতিক্রিয়া ছিল শান্ত, স্থিরবুদ্ধিসম্পন্ন এবং সামজ্ঞস্যপূর্ণ। কিন্তু পরিস্থতির আরও অবনতি এবং তা মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হওয়া জরুরি। আমাদের একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ—ন্যাটোর এই ৫ নম্বর অনুচ্ছেদের প্রতি আমাদের স্থায়ী অঙ্গীকার শক্তিশালী বার্তা দেয়। যেকোনো আক্রমণকারীকে বুঝতে হবে যে আমরা কঠোর পাল্টা আক্রমণ করতে পারি এবং করব।
তাঁর এই বক্তৃতার পর এক প্যানেল আলোচনায় রুট প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জার্মান সরকারের সিদ্ধান্ত এবং প্রতিরক্ষাখাতে বড় বিনিয়োগের পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে এই প্রচেষ্টাগুলি তাৎপর্যপূর্ণ। তিনি এই প্রচেষ্টার বিরোধিতাকারীদের সমালোচনা করেন এবং সতর্ক করেন যে রাশিয়ার দিক থেকে আসা হুমকিগুলো বাস্তব।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেছেন, ন্যাটোভুক্ত দেশে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোতে আক্রমণের মতো অবস্থানে চলে আসতে পারে রাশিয়া। তাই সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং রুশদের ঠেকাতে জোটকে শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এসব কথা বলেন তিনি। বার্লিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান বক্তা হয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে সতর্ক করে মার্র্ক রুট বলেন, এই হুমকির ব্যাপারে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। রাশিয়ার পরবর্তী লক্ষ্য হলো আমরা। খবর আনাদোলুর।
ন্যাটো প্রধান উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়া ব্যাপকহারে তাদের প্রতিরক্ষা উৎপাদন বাড়িয়েছে। দেশটি চলতি বছর প্রায় দুই হাজার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাসে আনুমানিক ২৯০০টি ড্রোন তৈরি করছে।
পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে রাশিয়া ক্রমশ বহুমুখি যুদ্ধ শুরু করছে অভিযোগ তুলে মার্ক রুট বলেন, আকাশসীমা লঙ্ঘন, গোপন অভিযান, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক হামলা ও ড্রোন অনুপ্রবেশের পেছনে মস্কোর হাত রয়েছে।
তিনি বলেন, রাশিয়ার এসব উসকানিতে ন্যাটোর প্রতিক্রিয়া ছিল শান্ত, স্থিরবুদ্ধিসম্পন্ন এবং সামজ্ঞস্যপূর্ণ। কিন্তু পরিস্থতির আরও অবনতি এবং তা মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হওয়া জরুরি। আমাদের একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ—ন্যাটোর এই ৫ নম্বর অনুচ্ছেদের প্রতি আমাদের স্থায়ী অঙ্গীকার শক্তিশালী বার্তা দেয়। যেকোনো আক্রমণকারীকে বুঝতে হবে যে আমরা কঠোর পাল্টা আক্রমণ করতে পারি এবং করব।
তাঁর এই বক্তৃতার পর এক প্যানেল আলোচনায় রুট প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জার্মান সরকারের সিদ্ধান্ত এবং প্রতিরক্ষাখাতে বড় বিনিয়োগের পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে এই প্রচেষ্টাগুলি তাৎপর্যপূর্ণ। তিনি এই প্রচেষ্টার বিরোধিতাকারীদের সমালোচনা করেন এবং সতর্ক করেন যে রাশিয়ার দিক থেকে আসা হুমকিগুলো বাস্তব।

কম্বোডিয়া সীমান্তে নতুন করে প্রায় এক সপ্তাহ ধরে চলার মধ্যেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। দেশটির আইন অনুযায়ী, আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার তেল বহন করে এমন অভিযোগে নতুন আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বজন ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।
৪ ঘণ্টা আগে
তাইওয়ানের প্রভাবশালী উপপররাষ্ট্র মন্ত্রী ফ্রাঁসোয়া উ গোপনে ইসরায়েল সফর করেছেন। ফ্রাঁসোয়ার এই সফরের বিষয়ে অবগত এমন তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
১ দিন আগে