leadT1ad

জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯: ৪০
ভূমিকম্প। প্রতীকী ছবি

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপান মেটেরোলোজিক্যাল এজেন্সি (জিএমএ) ভূমিকম্পের পর এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে।

এর আগে আজ স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে উপকূলীয় এলাকা আমোরি কান্ট্রিতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্টের ২০ কিলোমিটার গভীরে। গত সোমবার একই উপকূলীয় এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

গত সোমবারের ভূমিকম্পের পর সরকার এক বিশেষ সতকর্তা জারি করেছিল। সেখানে উত্তর চিবার হোকাইডো অঞ্চল থেকে টোকিও’র পূর্ব পর্যন্ত বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছিল, সপ্তাহ খানেকের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। তারপর আজ আবার ওই অঞ্চলে ভূমিকম্প হলো।

Ad 300x250

সম্পর্কিত