leadT1ad

কম্বোডিয়ায় হামলা অব্যাহত থাকবে: থাই প্রধানমন্ত্রী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর মধ্যস্থতায় প্রতিবেশী দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ভূমি এবং জনগণের প্রতি ক্ষতি ও হুমকি অনুভব করবো ততক্ষণ থাইল্যান্ড তার সামরিক কার্যক্রম চালিয়ে যাব।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতায় প্রতিবেশী দুই দেশ যুদ্ধ বন্ধে রাজি হয়েছে। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ব্যাংকক ও নমপেন যুদ্ধ বন্ধে রাজি হয়েছে। এরপরই অবশ্য কম্বোডিয়া অভিযোগ করেছিল, তাদের ভূখন্ডে থাইল্যান্ড বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। কম্বোডিয়ার অভিযোগের পরই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়ার এই ঘোষণা দিয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক পোস্টে বলেন, বেশ কয়েকটি স্থানটি লক্ষ্য করে ১৩ ডিসেম্বর এফ-১৬ যুদ্ধ বিমান দিয়ে থাই সেনাবাহিনী সাতটি বোমা ফেলে।

আজ সকালে হোটেল ভবন ও সেতু লক্ষ্য করে চালানো বোমা হামলার তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, থাই বাহিনী এখনো বোমা হামলা বন্ধ করেনি। তারা বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম খেমার টাইমসের এক খবরে বলা হয়েছে, দেশটির পুরসাট প্রদেশের থাইল্যান্ড সীমান্তবর্তী থামর ডা এলাকার দুটি হোটেলে বোমা হামলা চালানো হয়েছে। সংবাদমাধ্যমটি বেশকিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোতে বোমায় হোটেল ও ক্যাসিনো ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প কৃতিত্ব নিয়ে বলেছিলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা সব ধরনের গোলাগুলি বন্ধে রাজি হয়েছেন।

শুক্রবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেন, আজ সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে তাঁদের বন্ধ থাকা যুদ্ধ ফের শুরু হওয়া নিয়ে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত