leadT1ad

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন

সাংবাদিক খুনে ইসরায়েলই শীর্ষে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি সাংবাদিক আনাস-আল-শরীফ। ছবি: সংগৃহীত

চলতি বছরেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরারেল। এর মধ্য দিয়ে টানা তিন বছর সাংবাদিক হত্যায় শীর্ষে আছে দেশটি। আর এই সাংবাদিকদের প্রায় অর্ধেক হত্যা করা হয়েছে ফিলিস্তিনের গাজায়।

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।

আরএসএফ জানিয়েছে, ২০২৫ সালে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনারা ২৯ জন সাংবাদিককে হত্যা করেছে। চলতি বছর বিশ্বব্যাপী ৬৭ সাংবাদিক খুনের শিকার হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৬৬ জন।

আরএসএফের মহাপরিচালক থিবাউট ব্রুটিন বলেছেন, সাংবাদিকদের প্রতি বিদ্বেষই এই পরিণতি নিয়ে এসেছে। এই ৬৭ সাংবাদিকের মৃত্যু কোনো দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত নয়। সাংবাদিকরা তাদের কাজের জন্যই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এবং খুনের শিকার হয়েছেন।

সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সাংবাদিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনাও করেছেন ব্রুটিন।

তিনি আরও বলেন, বিশ্ব নেতাদের সাহসের অভাবেই পরিস্থিতির এই অবনতি। সাংবাদিকরা কেবল মারা যান না, তাদের হত্যা করা হয়।

প্রতিবেদনে আরএসএফ জানিয়েছে, ইসরায়েলের পরই সাংবাদিক হত্যায় অবস্থান করছে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো। চলতি বছর দেশটিতে ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এছাড়া সুদানে চার ও ইউক্রেনে তিন সাংবাদিককে খুন হয়েছেন।

আরএসএফ প্রতিবেদনে সাংবাদিকদের আটকের বিষয়টিও তুলে ধরেছে। সংগঠনটির হিসাবে, চীন সর্বোচ্চ ১২১ সাংবাদিককে আটক করেছে। এরপর ৪৮ সাংবাদিককে আটক করে রাশিয়া দ্বিতীয় এবং ৪৭ জনকে আটক করে মিয়ানমার তৃতীয় স্থানে রয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ৪৭টি দেশে ৫০৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত