স্ট্রিম ডেস্ক

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য জীবিতদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
মুগলা গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ১টার দিকে আফগানিস্তানের এক ব্যক্তি এই দুর্ঘটনার খবর দেন। তিনি নৌকাডুবি থেকে বেঁচে সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন। জরুরি পরিষেবা সংস্থাকে ওই ব্যক্তি জানান, রাবারের নৌকাটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন এবং যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পানি ঢুকে এটি ডুবে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দলগুলো অভিযান শুরু করে। এখন পর্যন্ত সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, ‘নিখোঁজ থাকা অন্য অভিবাসীদের সন্ধানে চারটি কোস্টগার্ড বোট, একটি বিশেষ ডুবুরি দল এবং একটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
এজিয়ান সাগর উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাড়ি জমানো হাজার হাজার অভিবাসীর জন্য একটি ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে তুরস্ক হয়ে বহু অভিবাসী এই বিপজ্জনক পথে যাত্রা করেন। তুরস্ক বর্তমানে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে আসা লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছিল, যাদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক ছিলেন।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য জীবিতদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
মুগলা গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ১টার দিকে আফগানিস্তানের এক ব্যক্তি এই দুর্ঘটনার খবর দেন। তিনি নৌকাডুবি থেকে বেঁচে সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন। জরুরি পরিষেবা সংস্থাকে ওই ব্যক্তি জানান, রাবারের নৌকাটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন এবং যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পানি ঢুকে এটি ডুবে যায়।
খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দলগুলো অভিযান শুরু করে। এখন পর্যন্ত সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, ‘নিখোঁজ থাকা অন্য অভিবাসীদের সন্ধানে চারটি কোস্টগার্ড বোট, একটি বিশেষ ডুবুরি দল এবং একটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
এজিয়ান সাগর উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাড়ি জমানো হাজার হাজার অভিবাসীর জন্য একটি ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে তুরস্ক হয়ে বহু অভিবাসী এই বিপজ্জনক পথে যাত্রা করেন। তুরস্ক বর্তমানে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে আসা লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছিল, যাদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক ছিলেন।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৮ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১৩ ঘণ্টা আগে