মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে অর্থায়ন করবে, তাদের ওপরও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
স্ট্রিম ডেস্ক

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প । রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার ‘.শাস্তি’ স্বরূপ এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয়। ফলে ভারতকে এখন ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।
বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে অর্থায়ন করবে, তাদের ওপরও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এই নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের আমদানির ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। যা চীনের ওপর আরোপিত শুল্কের তুলনায় ২০ শতাংশ বেশি এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘ভারত ব্যবসার অংশীদার হিসাবে ভালো নয়। আমরা ২৫ শতাংশে শুল্ক আরোপে রাজি হয়েছিলাম। কিন্তু তারা যেহেতু রুশ তেল কিনছে, আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও বাড়ানো উচিত।’
এই শুল্ক আরোপের আগে ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখন শুল্কহার বাড়ানোর কথাও বলেছিলেন।
গত ৩০ জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সঙ্গে থাকবে একটি 'শাস্তিমূলক শুল্ক' । তার পরিমাণ তখন স্পষ্ট করা হয়নি।
ভারতের বিরুদ্ধে ট্রাম্প কঠোর ও আপত্তিকর ব্যবসায়িক প্রতিবন্ধকতার অভিযোগ তোলেন।

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প । রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার ‘.শাস্তি’ স্বরূপ এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয়। ফলে ভারতকে এখন ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।
বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে অর্থায়ন করবে, তাদের ওপরও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এই নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের আমদানির ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। যা চীনের ওপর আরোপিত শুল্কের তুলনায় ২০ শতাংশ বেশি এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘ভারত ব্যবসার অংশীদার হিসাবে ভালো নয়। আমরা ২৫ শতাংশে শুল্ক আরোপে রাজি হয়েছিলাম। কিন্তু তারা যেহেতু রুশ তেল কিনছে, আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও বাড়ানো উচিত।’
এই শুল্ক আরোপের আগে ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখন শুল্কহার বাড়ানোর কথাও বলেছিলেন।
গত ৩০ জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সঙ্গে থাকবে একটি 'শাস্তিমূলক শুল্ক' । তার পরিমাণ তখন স্পষ্ট করা হয়নি।
ভারতের বিরুদ্ধে ট্রাম্প কঠোর ও আপত্তিকর ব্যবসায়িক প্রতিবন্ধকতার অভিযোগ তোলেন।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে গাড়ি আমদানির শুল্ক কমাচ্ছে ভারত। বিদ্যমান ১১০ শতাংশ শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটি।
৫ ঘণ্টা আগে
এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
১১ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
১২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১৯ ঘণ্টা আগে