স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া ব্যাখ্যা ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি করেছে ছাত্রদল। তাঁরা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
৩১ মে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলী’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ডিএমপি বিভিন্ন অস্পষ্ট তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও হত্যাকাণ্ডের রহস্য আড়াল করার চেষ্টা করছে।
গণেশ চন্দ্র রায় বলেন, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থানকালে সাম্যের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী রাব্বির কথা কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে সাম্যকে সুইচগিয়ার দিয়ে আঘাত করা হয়—এ তথ্য ডিএমপি জানিয়েছে। তবে গণেশের দাবি, একজন পেশাদার খুনি না হলে এ কাজ সম্ভব নয়। তিনি বলেন, ডিএমপি এখনো হত্যাকারীর পরিচয় বা এর পেছনে কারা জড়িত—তা স্পষ্ট করতে পারেনি।
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘সাম্যের উপর আঘাত পেশাদার খুনির কাজ ছাড়া সম্ভব না। পুলিশ এ পেশাদার খুনির পরিচয় ও আসল ঘটনাপ্রবাহ গোপন করছে।’
গণেশ আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হত্যাকাণ্ডের পর দায়সারা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে। উপাচার্যের অপেশাদার আচরণ ও সাম্যকে নিয়ে ছড়ানো গুজব শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
তিনি আরও দাবি করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ড ও ডাকসু নির্বাচনকে যুক্ত করে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। অথচ ছাত্রদল নির্বাচনের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরিতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। কিন্তু প্রশাসন অংশীদারদের মতামত উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৭ মে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদ সম্মেলনে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডার সময় সাম্যকে খুন করা হয়। সুইচগিয়ারের আঘাতে তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া ব্যাখ্যা ‘অস্পষ্ট’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি করেছে ছাত্রদল। তাঁরা এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
৩১ মে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলী’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ডিএমপি বিভিন্ন অস্পষ্ট তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও হত্যাকাণ্ডের রহস্য আড়াল করার চেষ্টা করছে।
গণেশ চন্দ্র রায় বলেন, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থানকালে সাম্যের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী রাব্বির কথা কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে সাম্যকে সুইচগিয়ার দিয়ে আঘাত করা হয়—এ তথ্য ডিএমপি জানিয়েছে। তবে গণেশের দাবি, একজন পেশাদার খুনি না হলে এ কাজ সম্ভব নয়। তিনি বলেন, ডিএমপি এখনো হত্যাকারীর পরিচয় বা এর পেছনে কারা জড়িত—তা স্পষ্ট করতে পারেনি।
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘সাম্যের উপর আঘাত পেশাদার খুনির কাজ ছাড়া সম্ভব না। পুলিশ এ পেশাদার খুনির পরিচয় ও আসল ঘটনাপ্রবাহ গোপন করছে।’
গণেশ আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হত্যাকাণ্ডের পর দায়সারা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে। উপাচার্যের অপেশাদার আচরণ ও সাম্যকে নিয়ে ছড়ানো গুজব শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
তিনি আরও দাবি করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ড ও ডাকসু নির্বাচনকে যুক্ত করে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। অথচ ছাত্রদল নির্বাচনের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরিতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। কিন্তু প্রশাসন অংশীদারদের মতামত উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৭ মে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদ সম্মেলনে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বাগবিতণ্ডার সময় সাম্যকে খুন করা হয়। সুইচগিয়ারের আঘাতে তিনি মারা যান।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৪ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৫ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৫ ঘণ্টা আগে