leadT1ad

গাজীপুরে ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২২: ৫২
প্রতীকী ছবি

গাজীপুরে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারীকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীরা গুলি করে ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল সোয়া চারটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তাঁর সহকারী সোহরাব মোটরসাইকেলে করে ২৪ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। তাঁরা ভোগড়া বাইপাস শাখা থেকে ওই টাকা চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা হঠাৎ ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর দুই ব্যাংক কর্মচারীকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাসন থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে ও অর্থ উদ্ধারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত