leadT1ad

যশোরে শৈত্যপ্রবাহে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, হাসপাতালে রোগীর ভিড়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
যশোর

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২০: ৩২
যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

যশোরে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শীতজনিত ও ফুসফুসের সংক্রমণে অন্তত ১০ জন মারা গেছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার (৯ জানুয়ারি) সকালের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নানা রোগে আক্রান্ত হয়ে ২৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক রোগী ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। ভর্তি রোগীদের মধ্যে ৫৪ জনই শিশু।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনভর কুয়াশা ও হিমেল বাতাসের দাপট চলছে। এতে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন।

শুক্রবার ভোরে শ্বাসকষ্টে মারা যান মুন্সি মহিউদ্দিন। তাঁর শামছুজ্জামান জানান, প্রচণ্ড ঠান্ডায় তাঁর বাবার শ্বাসকষ্ট বেড়ে যায়। শুক্রবার ভোরে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।

বৃহস্পতিবার তীব্র শীতে মারা যান শেখ সদরুল আলম। তাঁর ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, তাঁর বাবার হার্টের সমস্যা ছিল। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মনিরা খাতুন (৬৪) নামে এক নারী ঠান্ডায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত ও ফুসফুসের সংক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে। শীতে বয়স্কদের মৃত্যুর প্রবণতা বেশি। তিনি সবাইকে ঘরে ও বাইরে সতর্ক থাকার পরামর্শ দেন।

সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, হাসপাতালে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে বেশি। তবে সবাই শুধু শীতের কারণেই মারা যাননি। তাঁরা ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। শীতের তীব্রতায় তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত