leadT1ad

নগরবাসীকে দিনভর ভুগিয়ে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব অবরোধ করে। স্ট্রিম ছবি

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ এখনো চলছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করা শিক্ষার্থীরা এখন জড়ো হয়েছেন সায়েন্সল্যাব মোড়ে। আন্দোলনের কারণে দিনভর রাজধানীতে যানজট দেখা দেয়। চরম ভোগান্তিতে পড়েন মানুষ।

জানা গেছে, সন্ধ্যা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য জানান নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈ। তিনি বলেন, ‘৩ শতাধিক শিক্ষার্থী এখনো সাইন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে রাস্তা ছেড়ে দেবেন আন্দোলনকারীরা।’

এর আগে, বুধবার বেলা ১টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে। দুপুর পৌনে ১২টায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়। এ ছাড়া ফার্মগেট এলাকাতেও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

যানজটে অতিষ্ট হয়ে রিকশা তুলে সড়ক বিভাজক পার করছেন কয়েকজন। ছবি: আশরাফুল আলম
যানজটে অতিষ্ট হয়ে রিকশা তুলে সড়ক বিভাজক পার করছেন কয়েকজন। ছবি: আশরাফুল আলম

তবে, বেলা সাড়ে ৩টার দিকে তাঁতীবাজার, টেকনিক্যাল ও ফার্মগেট এলাকা ছেড়ে দেন শিক্ষার্থীরা। পরে তাঁরা মিছিলি নিয়ে সাইন্সল্যাব মোড়ে জড়ো হোন। আন্দোলনকে এককেন্দ্রিক ও আরও কার্যকর করার লক্ষ্যে সমন্বয়কারীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

দারুস সালাম থানার ওসি এস এম জাকারিয়া স্ট্রিমকে বলেন, ‘দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। পরে সাড়ে তিনটার দিকে তাঁরা অবরোধ ছেড়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’

কোতোয়ালী থানার ওসি ফয়সাল আহমেদ স্ট্রিমকে বলেন, ‘দুপুরের দিকে তাঁতীবাজার অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তিনটার দিকে তাঁরা রাস্তা ছেড়ে দেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা স্ট্রিমকে বলেন, ‘শিক্ষার্থীরা ফার্মগেট ছেড়ে দিয়েছেন। এখন যানচলাচল স্বাভাবিক আছে।

তাঁতীবাজারের যানজট। স্ট্রিম ছবি
তাঁতীবাজারের যানজট। স্ট্রিম ছবি

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশ অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ ও শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে।

Ad 300x250

সম্পর্কিত