leadT1ad

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১: ০৬
প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।

কমিটি জানায়, দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে শাবানের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ৩ ফেব্রুয়ারি শবে বরাত পালিত হবে।

শবে বরাত মুসলমানদের কাছে ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে পরিচিত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

Ad 300x250

সম্পর্কিত