leadT1ad

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৮: ৩৭
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিটি পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত একটি মামলায় (সিএমপি নং ১১০৫/২০২৫) গত ৫ জানুয়ারি আপিল বিভাগ আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই দুই আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘গতকাল কিছু তথ্যগত অসঙ্গতি ছিল। তবে আজকে যে চিঠি ইস্যু হয়েছে, সেটাই চূড়ান্ত। পাবনা ১ ও ২ আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছিল। গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ইসির সংশোধিত গেজেট স্থগিত করে আগের সীমানা বহাল রাখার নির্দেশ দেয়, যার ফলে আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত