leadT1ad

এভারকেয়ারে জুবাইদা রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। ছবি: খালেদ হোসেন পরাগ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়।

জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন, সেখানে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১০টা ৫২ মিনিটে জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে রওয়ানা দেন।

গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন।

এদিকে, কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসতে না পারায় পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার তাঁকে লন্ডন নেওয়া হতে পারে। আজ সকাল সোয়া ১০টার দিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ ভোরে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সটির আসা নিয়ে জটিলতায় যাত্রার সময় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

এ নিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার এটি বাংলাদেশে পৌঁছাতে পারে। খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত