স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুকপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় পুলিশের অভিযোগপত্র (চার্জশিট) প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, ‘চার্জশিটে ওসমান হাদি হত্যাকে একটা সাধারণ ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা আদালতে বলেছি– এই চার্জশিট মানি না। আমরা এই চার্জশিট প্রত্যাখ্যান করলাম।’
গত ৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তারা। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ চার্জশিট দেওয়া হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চার্জশিটের ১৭ আসামির মধ্যে এখন ১২ জন কারাগারে। বাকিরা পলাতক।’
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল। পরে তিনি বলেন, ‘চার্জশিটের মাধ্যমে হাদি হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়নি। তাড়াহুড়ো করে একটা চার্জশিট জমা দেওয়া হয়েছে। এতে মাস্টারমাইন্ড হিসেবে একজন ওয়ার্ড কাউন্সিলরকে দেখানো হয়েছে। এত বড় পরিকল্পনা তাঁর পক্ষে সম্ভব নয়।’
সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আদালতে দাঁড়িয়ে আমরা বলে এসেছি– পূর্ণ তদন্ত সাপেক্ষে এই খুনের পেছনে কারা রয়েছে, পরিকল্পনা কারা করেছে, খুনে কারা সহায়তা করেছে– এমন প্রত্যেককে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমরা এই চার্জশিট মানি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী। মিছিলটি টিএসসি ঘুরে শাহবাগ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। সেখানে বিক্ষোভকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার হত্যার বিচার চাই, বইলা গেছে হাদি ভাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ নানা স্লোগান দেন।
সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘সরকার তরুণ প্রজন্মকে অবহেলা করে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবে না। তরুণদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আমরা ঘরে ফিরে যাব না।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ মনে করেছিল শহীদ ওসমান হাদিকে হত্যা করে স্বাধীনতার প্রশ্ন, সীমান্ত সুরক্ষা কিংবা আন্দোলন দমিয়ে রাখা যাবে। কিন্তু বাস্তবে তরুণ প্রজন্ম এখন আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ ও সচেতন। ঘাতকদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের লড়াই চলবে।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

ইনকিলাব মঞ্চের মুকপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় পুলিশের অভিযোগপত্র (চার্জশিট) প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, ‘চার্জশিটে ওসমান হাদি হত্যাকে একটা সাধারণ ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা আদালতে বলেছি– এই চার্জশিট মানি না। আমরা এই চার্জশিট প্রত্যাখ্যান করলাম।’
গত ৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তারা। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ চার্জশিট দেওয়া হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চার্জশিটের ১৭ আসামির মধ্যে এখন ১২ জন কারাগারে। বাকিরা পলাতক।’
গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল। পরে তিনি বলেন, ‘চার্জশিটের মাধ্যমে হাদি হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়নি। তাড়াহুড়ো করে একটা চার্জশিট জমা দেওয়া হয়েছে। এতে মাস্টারমাইন্ড হিসেবে একজন ওয়ার্ড কাউন্সিলরকে দেখানো হয়েছে। এত বড় পরিকল্পনা তাঁর পক্ষে সম্ভব নয়।’
সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আদালতে দাঁড়িয়ে আমরা বলে এসেছি– পূর্ণ তদন্ত সাপেক্ষে এই খুনের পেছনে কারা রয়েছে, পরিকল্পনা কারা করেছে, খুনে কারা সহায়তা করেছে– এমন প্রত্যেককে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমরা এই চার্জশিট মানি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী। মিছিলটি টিএসসি ঘুরে শাহবাগ সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। সেখানে বিক্ষোভকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার হত্যার বিচার চাই, বইলা গেছে হাদি ভাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ নানা স্লোগান দেন।
সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘সরকার তরুণ প্রজন্মকে অবহেলা করে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারবে না। তরুণদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আমরা ঘরে ফিরে যাব না।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ মনে করেছিল শহীদ ওসমান হাদিকে হত্যা করে স্বাধীনতার প্রশ্ন, সীমান্ত সুরক্ষা কিংবা আন্দোলন দমিয়ে রাখা যাবে। কিন্তু বাস্তবে তরুণ প্রজন্ম এখন আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ ও সচেতন। ঘাতকদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের লড়াই চলবে।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৮ মিনিট আগে
জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রশ্নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
২০ মিনিট আগে
নাগরিক আস্থা ছাড়া কোনো ডিজিটাল সেবা বা উদ্যোগ টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যেব। তিনি বলেন, দায়িত্বশীল উদ্যোক্তারাই গড়বে আস্থাভিত্তিক নতুন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
‘জুলাই অভুত্থান’ পরবর্তী বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনের আগে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এটি মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ।
২ ঘণ্টা আগে