দেশজুড়ে শুষ্ক আবহাওয়া, উপকূলে হালকা কুয়াশা পড়তে পারে
স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় গতকাল শনিবার সৃষ্ট হওয়া একটি লঘুচাপ ঘনীভূত হয়ে আজ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
আজ রোববার (২৩ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের প্রভাবে রাত ও ভোরে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আকাশ পরিষ্কার থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। সকাল নাগাদ দক্ষিণ–পশ্চিমাঞ্চলে সামান্য মেঘ দেখা দিলেও দুপুরের পর সারাদেশেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ এবং উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হাওয়া বইছিল।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি। চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে তেঁতুলিয়ায়, যেখানে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামী তিন দিনে আবহাওয়ার ধরনে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতল বাতাসের প্রবাহ অব্যাহত থাকবে, রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে এবং কুয়াশার প্রবণতা বাড়তে পারে।

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় গতকাল শনিবার সৃষ্ট হওয়া একটি লঘুচাপ ঘনীভূত হয়ে আজ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
আজ রোববার (২৩ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের প্রভাবে রাত ও ভোরে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আকাশ পরিষ্কার থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকায় ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। সকাল নাগাদ দক্ষিণ–পশ্চিমাঞ্চলে সামান্য মেঘ দেখা দিলেও দুপুরের পর সারাদেশেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ এবং উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হাওয়া বইছিল।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি। চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে তেঁতুলিয়ায়, যেখানে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামী তিন দিনে আবহাওয়ার ধরনে তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতল বাতাসের প্রবাহ অব্যাহত থাকবে, রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে এবং কুয়াশার প্রবণতা বাড়তে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে এক হাজার শয্যার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ নামে এই প্রকল্প একনেক সভায় অনুমোদন পেয়েছে।
১ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
১ ঘণ্টা আগে