leadT1ad

খালেদা জিয়ার বিচার ছিল ‘অদ্ভুত, উদ্ভট ও জঘন্য’: আইন উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ২২: ১২
নাগরিক শোকসভায় কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: বাসস

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচারকে ‘অদ্ভুত, উদ্ভট ও জঘন্য’ বলে আখ্যায়িত করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচারক খালেদা জিয়ার বিস্ময় প্রকাশকে স্বীকারোক্তি হিসেবে চালিয়ে দিয়েছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় এসব কথা বলেন তিনি ।

আইন উপদেষ্টা বলেন, ‘ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল। অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে তিনি শকড হয়ে বলেছিলেন—আমি মেরে খেয়েছি এতিমের টাকা? কিন্তু বিচারক তাঁর এই বিস্মিত ও ব্যথিত বাক্যকে লিখেছিলেন যে, বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন।’

আইনের ছাত্র হিসেবে একে ‘জঘন্য বিচার’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটার বিপক্ষে বিবৃতি দিতে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু হাইকোর্টের ভয়ে চারজনের বেশি রাজি হননি। ফলে সেই বিবৃতি আর পত্রিকায় দেওয়া সম্ভব হয়নি।’

খালেদা জিয়ার অবদান স্মরণ করে আসিফ নজরুল বলেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে। তিনি সৎ, পরমতসহিষ্ণু ও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তাঁর মধ্যে দেশপ্রেম ও রুচির অবিস্মরণীয় প্রকাশ ছিল।

জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিফ নজরুল বলেন, মানুষ আজ স্বাধীনভাবে ভালোবাসা ও ঘৃণা প্রকাশ করতে পারছে। এ কারণেই এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে।

শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য দেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, লেখক মহিউদ্দিন আহমদ, ফাহাম আবদুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত