leadT1ad

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারিতেই, প্রবেশপত্র ডাউনলোড শুরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৩
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে, গতকাল বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জনের মধ্যে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তা স্থগিত করা হয়। এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়া নিয়ে শঙ্কার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছিলেন চাকরিপ্রত্যাশীরা।

তবে শুক্রবার রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। বলা হয়, ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে (admit.dpe.gov.bd) ওয়েবসাইটে গিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে সারা দেশের ১০ লাখেরও বেশি প্রার্থী পরীক্ষা দেবেন।

Ad 300x250

সম্পর্কিত