leadT1ad

বণিক বার্তা ও বিআইডিএসের আয়োজন

সৈয়দ মঞ্জুর এলাহী, ফিরদৌসী কাদরী ও আমিরুল ইসলাম চৌধুরী পেলেন গুণীজন সম্মাননা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২৩: ৫৪
রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথভাবে আয়োজিত ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’। ছবি: সংগৃহীত

দেশের নীতিনির্ধারণ, ব্যবসা-বাণিজ্য ও বিজ্ঞান গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়েছে। এ বছর সম্মাননাপ্রাপ্তরা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী (মরণোত্তর), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী এবং প্রথিতযশা অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) যৌথভাবে অষ্টমবারের মতো ‘গুণীজন সংবর্ধনা ২০২৫’-এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই তিন গুণীজনকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। মঞ্জুর এলাহী সাহেব ব্যবসা-বাণিজ্যে, ময়না ভাই (অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী) গবেষণায় এবং শায়লা (ড. ফিরদৌসী কাদরী) বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন। এই ধরনের স্বপ্নবান মানুষই আজ বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছেন।’

অনুষ্ঠানে প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘সৈয়দ মঞ্জুর এলাহী নিভৃতে দেশের জন্য কাজ করে গেছেন। এপেক্সকে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানে রূপ দিয়ে তিনি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন।’ ড. সালেহউদ্দিন আহমেদ তাঁকে অত্যন্ত মৃদুভাষী ও সফল উদ্যোক্তা হিসেবে অভিহিত করেন।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণা করেন তার ছাত্র ও সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘আমিরুল স্যার ছিলেন অত্যন্ত সজ্জন ও নীতিবান। উপাচার্য থাকাকালে তিনি কখনো নিজের কাজে অফিসের গাড়ি ব্যবহার করতেন না, লোকাল বাসে চড়ে যাতায়াত করতেন।’

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর অবদান অনস্বীকার্য।

ড. ফিরদৌসী কাদরী সম্পর্কে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষের মঙ্গলের জন্যই যে বিজ্ঞান, সেটি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন ড. ফিরদৌসী কাদরী। বিজ্ঞান গবেষণায় তার নিষ্ঠা অতুলনীয়।’

বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ বিভিন্ন খাতের পাঁচ শতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০১৪ সাল থেকে বণিক বার্তা ও বিআইডিএস যৌথভাবে এই সম্মাননা প্রদান করে আসছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত