leadT1ad

এ বছরের রমজান হবে স্বস্তিদায়ক: বাণিজ্য উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২২: ১৯
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা । ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের আমদানি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এবারের রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল ও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, পণ্য আমদানি ও উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করে দেখা গেছে যে, গত বছরের তুলনায় এবারের রমজানে বাজারে বেশি স্থিতিশীলতা বজায় থাকবে।

শেখ বশিরউদ্দীন বলেন, সভায় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি কিছু কিছু পণ্যের দাম গতবারের চেয়ে আরও কমতে পারে। তিনি আরও জানান, প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পর্যাপ্ত মজুদ থাকায় আসন্ন রমজানে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় নেওয়া কর্ণফুলী টানেল, পায়রা বন্দর ও পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের ঋণের দায় বর্তমান বাজার পরিস্থিতিতে প্রভাব ফেলছে। এসব প্রকল্পের কারণে টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আইএমএফ থেকে ঋণ নিতে হয়েছে, যার চাপ পড়ছে নিত্যপণ্যের দামে।

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান এবং বেসরকারি বাণিজ্য সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত