leadT1ad

রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশীদের কথা শুনলেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮: ৩৮
নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় আছেন।

তারেক রহমান গুলশানের বাসা থেকে চেয়ারম্যানের কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি কার্যালয়ের সামনে অবস্থানরত নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন।

শিক্ষকরা বিএনপি চেয়ারম্যানের কাছে চাকরিতে দ্রুত নিয়োগ ও দীর্ঘসূত্রতা নিরসনের দাবি জানান। তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তারেক রহমান তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ও যৌক্তিক দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ও এনটিআরসিএর ১ থেকে ১২তম ব্যাচের নিবন্ধিতরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন । আমলাতান্ত্রিক জটিলতা ও ‘সিস্টেমিক’ দুর্নীতির কারণে নিয়োগবঞ্চিত হওয়ার অভিযোগ করে আসছেন।

Ad 300x250

সম্পর্কিত