leadT1ad

আবু সাঈদ হত্যা: সিসিটিভি ফুটেজ দেখিয়ে ভিসি হাসিবুরসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫: ০০
শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ভিডিও অবলম্বনে প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। শুনানিতে ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করে বেরোবির তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন।

রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য সদস্য হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হওয়ার পরপরই আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় ও শেষ দিনে প্রসিকিউশন মামলার দালিলিক সাক্ষ্য হিসেবে সিসিটিভি ফুটেজের ওপর জোর দেয়। শুনানিকালে ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়।

প্রসিকিউটর মিজানুল ইসলাম ভিডিওচিত্রটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ট্রাইব্যুনালকে দেখান যে, ঘটনার সময় আসামিরা কে কোথায় অবস্থান করছিলেন এবং তাদের কার্যকলাপ কী ছিল। প্রসিকিউশন দাবি করে, এই ফুটেজেই আসামিদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও অপরাধের ধরন সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনালের উদ্দেশে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘এই পর্বে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর পরই আসামিপক্ষে আইনি লড়াই শুরু করেন আইনজীবী আমিনুল গণি টিটো। তিনি মামলার অন্যতম আসামি বেরোবির তৎকালীন প্রক্টর শরিফুল ইসলামসহ তিনজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এর আগে গত ২২ জানুয়ারি প্রসিকিউশন সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত উপস্থাপন করেছিল।

আজ শুনানিকালে গ্রেপ্তার থাকা ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন। পলাতক আসামিদের ন্যায়বিচার নিশ্চিতে ট্রাইব্যুনাল আগেই চারজন স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পর ৩০ জুন ট্রাইব্যুনাল তা আমলে নেন। এরপর ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়। গত ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া বিচারকাজ দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে এখন রায়ের পূর্ববর্তী ধাপে পৌঁছেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত