leadT1ad

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৬
আবু আলম মোহাম্মদ শহীদ খান। সংগৃহীত ছবি

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।

Ad 300x250

সম্পর্কিত