leadT1ad

চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: রিজওয়ানা হাসান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নীলফামারী

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯: ৫৭
কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

চীনের চূড়ান্ত সম্মতি মিললেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় এ কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, প্রয়োজনীয় সব নথিপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা শেষ হয়েছে। এখন চীনা বিশেষজ্ঞ দল কারিগরি ও আর্থিক বিষয়গুলো যাচাই করছে।

উপদেষ্টা আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের কৃষি, সেচ ও বন্যা নিয়ন্ত্রণে আমূল পরিবর্তন আনবে। এটি কেবল উন্নয়ন প্রকল্প নয়, বরং এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।

আসন্ন নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকার সব বাধা মোকাবিলায় প্রস্তুত। সরকারের সবচেয়ে বড় শক্তি জনগণ। প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করতে ও জবাবদিহি নিশ্চিত করতে ১২টি বিষয় চিহ্নিত করা হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, ‘সংস্কারের ৪টি প্রশ্নের জন্য আপনাদের গোলাপি রঙের ব্যালট পেপার দেওয়া হবে। আপনারা যদি জবাবদিহিমূলক প্রশাসন চান, তবে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে সিল দিন।’

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর।

Ad 300x250

সম্পর্কিত