leadT1ad

‘হ্যাঁ’ ভোটের প্রচারে ১৮ উপদেষ্টার ৫৮ জেলা সফর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২: ৩২
গণভোটের রায়ে কীভাবে বদলায় দেশ। স্ট্রিম গ্রাফিক

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচার চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ১৮ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী ৫৮টি জেলা সফর করেছেন। গত ১৫ জানুয়ারি শুরু হওয়া সপ্তাহব্যাপী সফর শেষ হচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)।

৫৮ জেলা সফর করে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন উপদষ্টা ও বিশেষ সহকারী। সফরে অংশগৃহণকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গঠিত নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানকারী উপদেষ্টা কমিটির সদস্য।

প্রচারের অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচিতে অংশ নেন। গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করেন। উপদেষ্টারা জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের গণভোটবিষয়ক প্রচার কার্যক্রমও উদ্বোধন করেছেন।

সফরে থাকা উপদেষ্টাদের মধ্যে রয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায়; শিল্প; গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার), অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বাণিজ্য; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

গত ১৫ জানুয়ারি উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি বান্দরবান সফর করেন। তিনি বান্দরবান জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমে অংশ নেন। ১৭ জানুয়ারি আদিলুর রহমান কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি ও রাঙামাটি সফর করেন। আদিলুর রহমান খান কয়েকটি স্থানে গণভোট নিয়ে মতবিনিময় সভা ও ভোটের গাড়ি উদ্বোধন করেন।

১৮ জানুয়ারি পাঁচ উপদেষ্টা ৯ জেলা সফর করেন। এর মধ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী, আসিফ নজরুল গাইবান্ধা ও পঞ্চগড়, সৈয়দা রিজওয়ানা হাসান নীলফামারী, নূরজাহান বেগম সিরাজগঞ্জ ও পাবনা এবং সিআর আবরার নরসিংদী ও শরীয়তপুর সফর করেন।

১৯ জানুয়ারি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ফেনী, আসিফ নজরুল শেরপুর ও জামালপুর, আদিলুর রহমান খান কিশোরগঞ্জ, ফাওজুল কবির খান টাঙ্গাইল ও মানিকগঞ্জ, রিজওয়ানা হাসান রংপুর, ফারুক ই আজম জয়পুরহাট, নূরজাহান বেগম নাটোর ও রাজশাহী, ফরিদা আখতার ঝালকাঠি ও পিরোজপুর, আ ফ ম খালিদ হোসেন হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং শারমীন এস মুরশিদ সাতক্ষীরা ও যশোর সফর করেন।

২০ জানুয়ারি ১৬ জেলা সফর করেন উপদেষ্টারা। এদিন শেখ বশিরউদ্দীন ময়মনসিংহ ও নেত্রকোনা, আলী ইমাম মজুমদার বাগেরহাট ও খুলনা, রিজওয়ানা হাসান রাজবাড়ী, অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ, শারমীন এস মুরশিদ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা, ফারুক ই আজম বগুড়া, সুপ্রদীপ চাকমা মাগুরা ও নড়াইল এবং তৌহিদ হোসেন বরগুনা ও পটুয়াখালী জেলায় যান।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যেব ২০ জানুয়ারি মাদারীপুর ও গোপালগঞ্জ সফর করেন।

আজ বুধবার ১২ জেলা সফর করছেন সাত উপদেষ্টা ও এক বিশেষ সহকারী। তাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদ লক্ষ্মীপুর ও চাঁদপুর, আদিলুর রহমান খান মুন্সীগঞ্জ, আলী ইমাম মজুমদার মেহেরপুর ও কুষ্টিয়া, সিআর আবরার দিনাজপুর, রিজওয়ানা হাসান ফরিদপুর, এম সাখাওয়াত হোসেন লালমনিরহাট ও কুড়িগ্রাম, আ ফ ম খালিদ হোসেন সিলেট ও মৌলভীবাজার এবং ফয়েজ আহমদ তৈয়্যেব গাজীপুর সফর করে হ্যাঁ ভোটের বিষয়ে সচেতনা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।

Ad 300x250

সম্পর্কিত