leadT1ad

গানম্যান পেলেন প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯: ৩৭
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকা দুটির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের বাসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজনীতিকসহ দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা আরও ১৮ জনকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘এখন যারা হিটলিস্ট বা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ), তাদের আমরা অলরেডি হাতিয়ারসহ গানম্যান দিয়েছি। আর এটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আছে, তারা নিজেরা বসে কারা কারা ভালনারেবল, তাদের একটা তালিকা করেছে এবং গানম্যান দেওয়া হচ্ছে। অনেকে আবার গানম্যান নিতে চাননি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সব আপনাকে তো বলে দেওয়া যাবে না। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত