leadT1ad

রামগড়ে পাহাড় কাটার অভিযোগের তদন্ত শুরু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১: ০৫
তদন্ত কমিটি উপজেলার বৈদ্যটিলাসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজে পাহাড় কেটে মাটি ভরাটের অভিযোগ তদন্তে নেমেছে নৌপরিবহন মন্ত্রণালয়। গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি শনিবার (১০ জানুয়ারি) সরেজমিন পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

তদন্ত দল পাহাড় কাটার অভিযোগ থাকা উপজেলার বৈদ্যটিলাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পাহাড় কাটার ছবি ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

পরে কমিটি স্থলবন্দর এলাকায় গিয়ে ভরাট কাজে ব্যবহৃত মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করে। একই সঙ্গে বন্দরের চলমান নির্মাণকাজের গুণগত মানও পর্যবেক্ষণ করেন সদস্যরা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘ভারতের জন্য বন্দর নির্মাণে পাহাড় কেটে জমি ভরাট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ৮ জানুয়ারি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাস্তবায়ন) মো. ফিরোজ আহমেদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে কমিটির সদস্যসচিব রাসনা শারমিন মিথিও, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বিজিবি প্রতিনিধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মনি কো লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার একই অভিযোগে মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল এলাকাটি পরিদর্শন করে। তবে তদন্ত কার্যক্রম শেষে কমিটি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত