leadT1ad

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০: ৪৭
ইউনেসকো প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদার সম্পর্ক জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ইউনেসকো প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইউনেসকো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং ভুল তথ্য ও গুজব প্রতিরোধে ইউনেস্কোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা বাড়াতে সাংবাদিক এবং সংশ্লিষ্টদের জন্য ‘ফ্যাক্ট-চেকিং’ বা তথ্য যাচাই বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেয়। তারা বলেন, গুজব প্রতিরোধে এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষায় সহায়ক হবে।

আইজিপি বাহারুল আলম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি মাসেই এ কার্যক্রম শেষ হবে। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

বৈঠকে ইউনেসকো সদর দপ্তরের টিম লিডার মেহেদি বেঞ্চেলাহ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Ad 300x250

সম্পর্কিত