leadT1ad

কৃষকদের কথা ভেবে এবার পেঁয়াজ আমদানি করতে দিইনি: কৃষি উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৪: ২৬
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

দেশে পেঁয়াজের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘মাঝখানে পেঁয়াজের দাম ১২০ থেকে ১৩০ টাকার পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন সেটা কমে ৯৫ থেকে ১০০ টাকার মধ্যে চলে এসেছে। কৃষকদের কথা ভেবে এবার পেঁয়াজ আমদানি করতে দিইনি।’

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে সরকারের ওপর চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘তারা বিভিন্ন আদালতেও গিয়েছে, যেন আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করি। কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি।’

‘যেহেতু কৃষকদের হাই-ফ্লো মেশিন আমরা দিয়েছি, সেহেতু তারা পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পেরেছেন। পাশাপাশি কৃষি মন্ত্রণালয় থেকে নতুন একটি পেঁয়াজও উদ্ভাবন করা হয়েছে। সেই পেঁয়াজটা বাজারে আসা শুরু করেছে। আবার মুড়িকাটা পেঁয়াজটাও আসা শুরু করেছে। এ জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই’, যোগ করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘কিছু কিছু কুচক্রী থাকেন, যারা পেঁয়াজ আমদানি করতে পাগল হয়ে যান। এই আমদানি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে তারা আর পেঁয়াজ চাষের দিকে যাবেন না। এ জন্য আমাদের কৃষকের দিকে তাকাতে হবে সবসময়। কৃষকদের প্রতিবাদ করার ক্ষমতা নেই। তাদের প্রতিবাদের প্রধান মাধ্যম হচ্ছেন আপনারা (সাংবাদিকরা)।’

আলু চাষ করে কৃষকরা এবার লাভবান হতে পারেননি বলে দাবি করেন কৃষি উপদেষ্টা। তিনি বলেন, ‘আলু চাষিরা তেমন দাম পাননি। তবে কিছুটা দাম বেড়েছে। আমি বলব, আলুর দাম আরও বাড়া দরকার। আমরা ভেবেছিলাম, কিছু আলু নষ্ট হয়ে যায় কি না। এ জন্য আমরা বলেছিলাম, কোল্ড স্টোরেজগুলোকে আমরা জানিয়েছি, নভেম্বরে খালি না করে ডিসেম্বর পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে।’

বৃষ্টির কারণে আগাম আলু আসতে দেরি হচ্ছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তবে আলু চাষি বাদে অন্য যারা এটির সঙ্গে জড়িত, তারা সবাই লাভবান হয়েছেন। কেবল ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।’

দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত আছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু দুর্নীতিবাজ লোক বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এরই মধ্যে আমি নির্দেশনা দিয়েছি, আমাদের কর্মকর্তারা বিষয়টি নজরদারি করবেন। যে কর্মকর্তা নজরদারি করতে ব্যর্থ হবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষক যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন, আমরা সেই ব্যবস্থা করব।‘

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘গ্যাসের দামের সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেই।’

Ad 300x250

সম্পর্কিত