শাহ শামীম আহমেদ

এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, মাত্র ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই হার অনেক কম। ফলে অনেকেই বলছেন, পাসের হারে যেন ধস নেমেছে। কিন্তু আমি একে কোনোভাবেই ধস বলতে চাই না। বরং এটাকে দেখা উচিত একটি আত্মসমালোচনার সময় হিসেবে। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের শিক্ষাব্যবস্থা কতটা কার্যকরভাবে কাজ করছে—এটাই এখন নতুন করে ভাবার সময়।
পাস না করা বা ফেল করা মানেই যে ব্যর্থতা, তা নয়। একটি পরীক্ষার উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীর শেখা, জ্ঞান এবং দক্ষতার যাচাই। যে শিক্ষার্থী সেই যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়, তার ফেল করা স্বাভাবিক। অর্থাৎ ফেল করাও এক ধরনের তথ্য, যা আমাদের জানায়—শিক্ষার্থীর শেখার প্রক্রিয়ায় কোথাও ঘাটতি ছিল। তাই এই ফলাফলে শুধু ব্যর্থতার দৃষ্টিভঙ্গি নয়, শেখার সুযোগের দৃষ্টিভঙ্গি থেকেও দেখা দরকার।
আমরা জানি, বিগত বছরগুলোতে ফলাফলের মান কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল। অনেক সময় বোর্ডের রেজাল্টে নানা উপায়ে ‘টেম্পারিং’ করে অস্বাভাবিক ভালো ফলাফল দেখানো হয়েছে। কিন্তু এবার সেই ধারা ভেঙে গেছে। বোর্ড চেয়ারম্যানরা স্পষ্ট করে বলেছেন, ‘এবার পাস করে দেওয়ার সুযোগ নেই। যোগ্য হলে পাস করবে, না হলে ফেল করবে।’ এটি আসলে একটি ইতিবাচক বার্তা। কারণ, এর মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা হয়েছে বাস্তবভাবে, কোনো কৃত্রিমতার আশ্রয় না নিয়ে। যদি যাচাই প্রক্রিয়া সঠিক হয়, তবে এই ফলাফলই আমাদের শিক্ষব্যবস্থার প্রকৃত প্রতিচ্ছবি।
তবে এই ফলাফলের আরেকটি দিকও আছে। সব শিক্ষার্থী একই বোর্ডের অধীনে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। তাহলে এত বড় অংশ কেন ফেল করল? এর মানে দাঁড়ায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার মানে ঘাটতি আছে। অনেক কলেজে ক্লাস নেওয়া হয় না, শিক্ষকরা শিক্ষার্থীদের পর্যাপ্ত সহায়তা দিতে পারেন না, কিংবা শিক্ষার্থীরাও একাডেমিকভাবে সিরিয়াস থাকে না। ফলে ফলাফল খারাপ হওয়া অবশ্যম্ভাবী। এ দিক থেকে এই ফলাফল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতারই প্রতিফলন।
গত কয়েক বছরে অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস, সহজ প্রশ্নের মাধ্যমে পাস করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা এখন ভয়াবহভাবে আমাদের শিক্ষার্থীদের মানসিক কাঠামোকে দুর্বল করেছে। অনেকের ভেতর এমন একটি ধারণা তৈরি হয়েছে—পড়াশোনার গভীরে না গিয়েও যেভাবেই হোক পাস করা সম্ভব। এই অলস মানসিকতা এখন বাস্তব ফলাফলে প্রতিফলিত হচ্ছে। পড়াশোনার প্রতি আন্তরিকতা এবং কৌতূহল হারিয়ে ফেলছে একাংশের শিক্ষার্থী।
আমাদের দেশে শিক্ষা বরাবরই রাজনীতির সঙ্গে মিশে গেছে। অনেক সময় সরকারগুলো মনে করেছে, ভালো রেজাল্ট দেখালে জনসমর্থন বাড়বে। তাই কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। এটি শিক্ষাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের এক দৃষ্টান্ত। শিক্ষা কোনো রাজনৈতিক প্রচারণার উপকরণ হতে পারে না। কিন্তু আমরা সেটাই করেছি বারবার। আজকের এই ফলাফল সেই রাজনীতিকরণের ফল হিসেবেও দেখা যেতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, যারা ফেল করেছে, তাদের জন্য পথ কী? আমার মনে হয়, তাদের জন্য সবচেয়ে দরকার নিজেদের দিকে ফিরে তাকানো। একবার ব্যর্থতা মানেই জীবনের সবকিছু ব্যর্থ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। বরং এটি হতে পারে নতুন করে শেখার, ঘুরে দাঁড়ানোর সুযোগ। তারা যদি নিজেদের দুর্বলতা শনাক্ত করে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল করা সম্ভব। ফেল করা মানে থেমে যাওয়া নয়; বরং নতুন করে শুরু করার সময় এসেছে।
অভিভাবকদের ক্ষেত্রেও এখান থেকে শেখার বিষয় আছে। সন্তান পড়াশোনায় মনোযোগী কি না, তারা একাডেমিক কাজে সময় দিচ্ছে, নাকি মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত—এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এখন প্রায় প্রতিটি শিক্ষার্থীর হাতে স্মার্টফোন আছে। রাতে তারা কখনো ‘পড়ছে’ নাম করে সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। অভিভাবক ভাবছেন সন্তান পড়ছে, কিন্তু সে হয়তো ফেসবুক বা গেমে ডুবে আছে। অবশ্যই সামাজিক যোগাযোগেরও প্রয়োজন আছে, কিন্তু সেটি যেন পড়াশোনার সময়কে গ্রাস না করে। অভিভাবকদের উচিত সন্তানকে দোষারোপ না করে বরং বোঝানো, উৎসাহ দেওয়া, এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া। মানসিকভাবে চাপে না ফেলে পাস দাঁড়ানোই হবে বুদ্ধিমানের কাজ।
একইভাবে শিক্ষকদেরও নিজেদের দায় স্বীকার করতে হবে। শিক্ষার্থীর ব্যর্থতা শুধুমাত্র শিক্ষার্থীর নয়, শিক্ষকেরও। শিক্ষক যদি শিক্ষার্থীর শেখার আগ্রহ জাগাতে না পারেন, যদি পাঠ্য বিষয়কে জীবনের সঙ্গে সংযোগ করে তুলতে না পারেন, তাহলে শেখা পূর্ণতা পায় না। একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানো নয়, শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা, চিন্তা করতে শেখানোও তার কাজ।
এখন সময় এসেছে শিক্ষাব্যবস্থার সার্বিক মান নিয়ে নতুনভাবে ভাবার। কেন এত বড় অংশের শিক্ষার্থী ফেল করছে, কেন আমাদের পাঠ্যক্রমে শেখার গভীরতা তৈরি হচ্ছে না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে গবেষণার মাধ্যমে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এখনও উদ্বেগজনক। এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত অনেকেই বাদ পড়ে যায়। এই ধারাবাহিকতা ভাঙতে হলে আমাদের পাঠ্যক্রম, মূল্যায়ন ও শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।
সবশেষে বলতে চাই, এইচএসসি পরীক্ষার এই ফলাফল কোনো ধস নয়। এটি আমাদের শিক্ষাব্যবস্থার আয়না। দীর্ঘদিনের মুখোশ খুলে এখন আমরা দেখতে পাচ্ছি, কোথায় আমাদের ঘাটতি, কোথায় দুর্বলতা। এখন দুটি পথ খোলা আছে—আমরা চাইলে পুরোনো অভ্যাসের মতো ফলাফলকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখাতে পারি, আবার চাইলে এটাকে শিক্ষাব্যবস্থার পুনর্গঠনের সুযোগ হিসেবে নিতে পারি।
আমি দ্বিতীয় পথের পক্ষে। কারণ, একটি জাতি তখনই পরিণত হয়, যখন তারা নিজেদের ভুল স্বীকার করতে পারে, নিজেদের দুর্বলতার মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে। তাই এবার ফলাফল দেখে হতাশ হওয়ার সময় নয়, বরং শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে।

এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, মাত্র ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই হার অনেক কম। ফলে অনেকেই বলছেন, পাসের হারে যেন ধস নেমেছে। কিন্তু আমি একে কোনোভাবেই ধস বলতে চাই না। বরং এটাকে দেখা উচিত একটি আত্মসমালোচনার সময় হিসেবে। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের শিক্ষাব্যবস্থা কতটা কার্যকরভাবে কাজ করছে—এটাই এখন নতুন করে ভাবার সময়।
পাস না করা বা ফেল করা মানেই যে ব্যর্থতা, তা নয়। একটি পরীক্ষার উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীর শেখা, জ্ঞান এবং দক্ষতার যাচাই। যে শিক্ষার্থী সেই যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়, তার ফেল করা স্বাভাবিক। অর্থাৎ ফেল করাও এক ধরনের তথ্য, যা আমাদের জানায়—শিক্ষার্থীর শেখার প্রক্রিয়ায় কোথাও ঘাটতি ছিল। তাই এই ফলাফলে শুধু ব্যর্থতার দৃষ্টিভঙ্গি নয়, শেখার সুযোগের দৃষ্টিভঙ্গি থেকেও দেখা দরকার।
আমরা জানি, বিগত বছরগুলোতে ফলাফলের মান কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল। অনেক সময় বোর্ডের রেজাল্টে নানা উপায়ে ‘টেম্পারিং’ করে অস্বাভাবিক ভালো ফলাফল দেখানো হয়েছে। কিন্তু এবার সেই ধারা ভেঙে গেছে। বোর্ড চেয়ারম্যানরা স্পষ্ট করে বলেছেন, ‘এবার পাস করে দেওয়ার সুযোগ নেই। যোগ্য হলে পাস করবে, না হলে ফেল করবে।’ এটি আসলে একটি ইতিবাচক বার্তা। কারণ, এর মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করা হয়েছে বাস্তবভাবে, কোনো কৃত্রিমতার আশ্রয় না নিয়ে। যদি যাচাই প্রক্রিয়া সঠিক হয়, তবে এই ফলাফলই আমাদের শিক্ষব্যবস্থার প্রকৃত প্রতিচ্ছবি।
তবে এই ফলাফলের আরেকটি দিকও আছে। সব শিক্ষার্থী একই বোর্ডের অধীনে, একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। তাহলে এত বড় অংশ কেন ফেল করল? এর মানে দাঁড়ায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার মানে ঘাটতি আছে। অনেক কলেজে ক্লাস নেওয়া হয় না, শিক্ষকরা শিক্ষার্থীদের পর্যাপ্ত সহায়তা দিতে পারেন না, কিংবা শিক্ষার্থীরাও একাডেমিকভাবে সিরিয়াস থাকে না। ফলে ফলাফল খারাপ হওয়া অবশ্যম্ভাবী। এ দিক থেকে এই ফলাফল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতারই প্রতিফলন।
গত কয়েক বছরে অটো পাস, সংক্ষিপ্ত সিলেবাস, সহজ প্রশ্নের মাধ্যমে পাস করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা এখন ভয়াবহভাবে আমাদের শিক্ষার্থীদের মানসিক কাঠামোকে দুর্বল করেছে। অনেকের ভেতর এমন একটি ধারণা তৈরি হয়েছে—পড়াশোনার গভীরে না গিয়েও যেভাবেই হোক পাস করা সম্ভব। এই অলস মানসিকতা এখন বাস্তব ফলাফলে প্রতিফলিত হচ্ছে। পড়াশোনার প্রতি আন্তরিকতা এবং কৌতূহল হারিয়ে ফেলছে একাংশের শিক্ষার্থী।
আমাদের দেশে শিক্ষা বরাবরই রাজনীতির সঙ্গে মিশে গেছে। অনেক সময় সরকারগুলো মনে করেছে, ভালো রেজাল্ট দেখালে জনসমর্থন বাড়বে। তাই কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর প্রবণতা তৈরি হয়েছে। এটি শিক্ষাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের এক দৃষ্টান্ত। শিক্ষা কোনো রাজনৈতিক প্রচারণার উপকরণ হতে পারে না। কিন্তু আমরা সেটাই করেছি বারবার। আজকের এই ফলাফল সেই রাজনীতিকরণের ফল হিসেবেও দেখা যেতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, যারা ফেল করেছে, তাদের জন্য পথ কী? আমার মনে হয়, তাদের জন্য সবচেয়ে দরকার নিজেদের দিকে ফিরে তাকানো। একবার ব্যর্থতা মানেই জীবনের সবকিছু ব্যর্থ হয়ে গেছে, বিষয়টা এমন নয়। বরং এটি হতে পারে নতুন করে শেখার, ঘুরে দাঁড়ানোর সুযোগ। তারা যদি নিজেদের দুর্বলতা শনাক্ত করে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল করা সম্ভব। ফেল করা মানে থেমে যাওয়া নয়; বরং নতুন করে শুরু করার সময় এসেছে।
অভিভাবকদের ক্ষেত্রেও এখান থেকে শেখার বিষয় আছে। সন্তান পড়াশোনায় মনোযোগী কি না, তারা একাডেমিক কাজে সময় দিচ্ছে, নাকি মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত—এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এখন প্রায় প্রতিটি শিক্ষার্থীর হাতে স্মার্টফোন আছে। রাতে তারা কখনো ‘পড়ছে’ নাম করে সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। অভিভাবক ভাবছেন সন্তান পড়ছে, কিন্তু সে হয়তো ফেসবুক বা গেমে ডুবে আছে। অবশ্যই সামাজিক যোগাযোগেরও প্রয়োজন আছে, কিন্তু সেটি যেন পড়াশোনার সময়কে গ্রাস না করে। অভিভাবকদের উচিত সন্তানকে দোষারোপ না করে বরং বোঝানো, উৎসাহ দেওয়া, এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া। মানসিকভাবে চাপে না ফেলে পাস দাঁড়ানোই হবে বুদ্ধিমানের কাজ।
একইভাবে শিক্ষকদেরও নিজেদের দায় স্বীকার করতে হবে। শিক্ষার্থীর ব্যর্থতা শুধুমাত্র শিক্ষার্থীর নয়, শিক্ষকেরও। শিক্ষক যদি শিক্ষার্থীর শেখার আগ্রহ জাগাতে না পারেন, যদি পাঠ্য বিষয়কে জীবনের সঙ্গে সংযোগ করে তুলতে না পারেন, তাহলে শেখা পূর্ণতা পায় না। একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠ্যবই পড়ানো নয়, শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা, চিন্তা করতে শেখানোও তার কাজ।
এখন সময় এসেছে শিক্ষাব্যবস্থার সার্বিক মান নিয়ে নতুনভাবে ভাবার। কেন এত বড় অংশের শিক্ষার্থী ফেল করছে, কেন আমাদের পাঠ্যক্রমে শেখার গভীরতা তৈরি হচ্ছে না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে গবেষণার মাধ্যমে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এখনও উদ্বেগজনক। এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত অনেকেই বাদ পড়ে যায়। এই ধারাবাহিকতা ভাঙতে হলে আমাদের পাঠ্যক্রম, মূল্যায়ন ও শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।
সবশেষে বলতে চাই, এইচএসসি পরীক্ষার এই ফলাফল কোনো ধস নয়। এটি আমাদের শিক্ষাব্যবস্থার আয়না। দীর্ঘদিনের মুখোশ খুলে এখন আমরা দেখতে পাচ্ছি, কোথায় আমাদের ঘাটতি, কোথায় দুর্বলতা। এখন দুটি পথ খোলা আছে—আমরা চাইলে পুরোনো অভ্যাসের মতো ফলাফলকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখাতে পারি, আবার চাইলে এটাকে শিক্ষাব্যবস্থার পুনর্গঠনের সুযোগ হিসেবে নিতে পারি।
আমি দ্বিতীয় পথের পক্ষে। কারণ, একটি জাতি তখনই পরিণত হয়, যখন তারা নিজেদের ভুল স্বীকার করতে পারে, নিজেদের দুর্বলতার মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে। তাই এবার ফলাফল দেখে হতাশ হওয়ার সময় নয়, বরং শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে।

রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত। এসব এলাকার আবাসিক ভবনগুলোয় মন্ত্রীরা বসবাস করেন। বর্তমানে সেখানে আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাড়িগুলো বনেদি। বিশাল জায়গাজুড়ে। খোলামেলা। কিন্তু তারপরও ভবিষ্যৎ সরকারের মন্ত
৪ ঘণ্টা আগে
লাশের কি কোনো রাজনীতি আছে? ৯ মাসের শিশুর লাশের গায়ে কি দলীয় লেবেল সাঁটা সম্ভব? বাগেরহাটের মর্মান্তিক ঘটনা ও কারাবন্দীর প্যারোল অধিকার প্রসঙ্গে লিখেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মারুফ ইসলাম।
১ দিন আগে
একসময় যা ছিল উগ্রবাদী প্রচারপুস্তকের স্লোগান, আজ তা আমেরিকার রাষ্ট্রীয় ভাষ্য। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নাৎসি মতাদর্শ লালন ও প্রচারের অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে।
১ দিন আগে
আজকের সমাজে আমরা এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছি, যেখানে ক্ষণিকের আনন্দ আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। মোবাইল স্ক্রলের তৃপ্তি, ফেসবুক বা রিলসের অন্তহীন প্রবাহ, কিংবা ভার্চুয়াল বিনোদনের সাময়িক স্বস্তি—এসবই আমাদের ক্লান্ত মনকে মুহূর্তের জন্য আরাম দেয়।
২ দিন আগে