ড. সৈয়দ আব্দুল হামিদ

মানুষের জীবন কোনো নিরবচ্ছিন্ন সাফল্যের গল্প নয়। জীবন মূলত একটি দীর্ঘ যুদ্ধ—যেখানে প্রতিটি মুহূর্তেই লড়াই আছে, সিদ্ধান্ত আছে, হার–জিত আছে। কিন্তু এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য কী? প্রতিটি ছোট লড়াইয়ে জয়ী হওয়া, নাকি সামগ্রিকভাবে জীবনযুদ্ধে টিকে থাকা ও মানুষ হিসেবে বিকশিত হওয়া?
আজকের সমাজে আমরা ক্রমেই সন্তানদের শেখাচ্ছি—জীবনের প্রতিটি ধাপে জিততেই হবে। ক্লাস টেস্ট থেকে শুরু করে বোর্ড পরীক্ষা, ভর্তি যুদ্ধ, চাকরি, পদোন্নতি—সবখানেই আমরা সন্তানের কাছে ‘জয়’ প্রত্যাশা করি। আমাদের কাছে সন্তানের সাফল্য যেন ব্যক্তিগত অক্সিজেনের মতো। সন্তান জিতলে আমরা আনন্দ পাই, গর্ব করি, বাঁচার প্রেরণা খুঁজি। আর সন্তান কোনো এক লড়াইয়ে হেরে গেলে আমাদের মনে হয়—এই বুঝি সেই অক্সিজেন ফুরিয়ে গেল।
এই মানসিকতা থেকেই শুরু হয় বকাঝকা, তুলনা, চাপ। ‘অমুকের ছেলে কত ভালো করছে’, ‘তুমি কেন পারছো না’—এই কথাগুলো ধীরে ধীরে সন্তানের আত্মবিশ্বাস ক্ষয় করে। ফলস্বরূপ, অনেক সন্তান প্রতিযোগিতাপ্রবণ নয়, বরং প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। অন্যের সাফল্যকে নিজের পরাজয় হিসেবে দেখতে শেখে।
এই চাপের অযৌক্তিকতা আরও স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামাজিক বাস্তবতায়। যে দেশে পিএইচডি বা উচ্চতর ডিগ্রি অর্জনের পরও নিশ্চিত চাকরি বা ক্যারিয়ারের নিশ্চয়তা নেই, সেখানে আমরা ক্লাস ওয়ানের একটি সামান্য ক্লাস টেস্টের ফলাফলের জন্যও সন্তানকে শাসন করতে দ্বিধা করি না। অথচ সেই পরীক্ষায় ভালো করলে আমাদের আনন্দের যেন শেষ থাকে না—এমন এক আনন্দ, যা অনেক সময় সন্তানকে কেন্দ্র করে হলেও আসলে নিজের সামাজিক অবস্থান ও আত্মতৃপ্তির সঙ্গেই বেশি সম্পর্কিত।
এই আনন্দ–বেদনার পরিধি ধীরে ধীরে পারিবারিক গণ্ডি ছাড়িয়ে সামাজিক পরিসরে বিস্তৃত হয়। ভালো ফল করা শিক্ষার্থীদের অভিভাবকেরা আত্মতুষ্টিতে ভোগেন, আর অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকেরা নিজেদের সামাজিকভাবে ‘অপর্যাপ্ত’ ভাবতে শুরু করেন। এতে করে অভিভাবকদের মধ্যেও একধরনের নীরব প্রতিযোগিতা ও প্রতিহিংসার জন্ম হয়—যার বোঝা শেষ পর্যন্ত বহন করে শিশুরাই।
কিন্তু প্রশ্ন হলো—এটাই কি জীবনযুদ্ধের শিক্ষা?
জীবনযুদ্ধে জয় মানে কি প্রতিটি পরীক্ষায় প্রথম হওয়া? প্রতিটি প্রতিযোগিতায় অন্যকে পেছনে ফেলা? নাকি জীবনযুদ্ধে জয় মানে নিজের ভয়, দুর্বলতা, হতাশা ও নেতিবাচক প্রবণতাগুলোকে অতিক্রম করা?
সন্তানকে শেখানো উচিত—জীবনের সব লড়াই জেতা সম্ভব নয়, এবং সেটি প্রয়োজনীয়ও নয়। কোনো এক লড়াইয়ে হার মানেই জীবনযুদ্ধে পরাজয় নয়। বরং হার থেকে শেখার ক্ষমতাই মানুষকে শক্তিশালী করে। কোনো ব্যর্থতার পর নিজের ভুল–ত্রুটি বিশ্লেষণ করে, ইতিবাচকভাবে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নেওয়াই হলো প্রকৃত শিক্ষা।
আমাদের মনে রাখতে হবে—অন্যের জয় মানেই আমার হার নয়। জীবনের মাপকাঠি একমাত্র তুলনামূলক সাফল্য হতে পারে না। জীবনযুদ্ধে জয় মানে নিজেকে একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, নিজের সীমাবদ্ধতাকে চেনা, নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করা।
অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব সন্তানকে সর্বক্ষণ ‘জয়ী’ হতে উৎসাহিত করা নয়, বরং তাকে মানুষ হিসেবে গড়ে তোলা। এমন মানুষ, যে ব্যর্থতাকে ভয় পায় না; যে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত নয়; যে নিজের পথ নিজেই খুঁজে নিতে পারে।
তাই সন্তানকে শেখান—
জীবনযুদ্ধে জিততে, জীবনের প্রতিটি লড়াইয়ে নয়।
এই একটিমাত্র বোধই হয়তো আমাদের সন্তানদের মানসিকভাবে সুস্থ, মানবিক ও আত্মবিশ্বাসী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে।
আর এ বোধটির উদয় না হলে আমাদেরকে গ্রিক রাজা পাইরুহাস-এর অবস্থা বরণ করতে প্রস্তুত থাকতে হবে। তিনি এমন কিছু যুদ্ধে জয়ী হয়েছিলেন, যেখানে ক্ষয়ক্ষতি এতটাই বেশি ছিল যে সেই জয় শেষ পর্যন্ত তার সামগ্রিক পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনই শিশুকে অতিরিক্ত চাপ দিয়ে একটি পরীক্ষায় ভালো ফল করানো হলো, কিন্তু সেই প্রক্রিয়ায় তার আত্মবিশ্বাস, আনন্দ ও মানসিক স্বাস্থ্যের বড় ক্ষতি হলো। বাইরে থেকে সেটি জয় মনে হলেও, ভেতরে ভেতরে সেটি হয়তো জীবনযুদ্ধের পরাজয়।

মানুষের জীবন কোনো নিরবচ্ছিন্ন সাফল্যের গল্প নয়। জীবন মূলত একটি দীর্ঘ যুদ্ধ—যেখানে প্রতিটি মুহূর্তেই লড়াই আছে, সিদ্ধান্ত আছে, হার–জিত আছে। কিন্তু এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য কী? প্রতিটি ছোট লড়াইয়ে জয়ী হওয়া, নাকি সামগ্রিকভাবে জীবনযুদ্ধে টিকে থাকা ও মানুষ হিসেবে বিকশিত হওয়া?
আজকের সমাজে আমরা ক্রমেই সন্তানদের শেখাচ্ছি—জীবনের প্রতিটি ধাপে জিততেই হবে। ক্লাস টেস্ট থেকে শুরু করে বোর্ড পরীক্ষা, ভর্তি যুদ্ধ, চাকরি, পদোন্নতি—সবখানেই আমরা সন্তানের কাছে ‘জয়’ প্রত্যাশা করি। আমাদের কাছে সন্তানের সাফল্য যেন ব্যক্তিগত অক্সিজেনের মতো। সন্তান জিতলে আমরা আনন্দ পাই, গর্ব করি, বাঁচার প্রেরণা খুঁজি। আর সন্তান কোনো এক লড়াইয়ে হেরে গেলে আমাদের মনে হয়—এই বুঝি সেই অক্সিজেন ফুরিয়ে গেল।
এই মানসিকতা থেকেই শুরু হয় বকাঝকা, তুলনা, চাপ। ‘অমুকের ছেলে কত ভালো করছে’, ‘তুমি কেন পারছো না’—এই কথাগুলো ধীরে ধীরে সন্তানের আত্মবিশ্বাস ক্ষয় করে। ফলস্বরূপ, অনেক সন্তান প্রতিযোগিতাপ্রবণ নয়, বরং প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। অন্যের সাফল্যকে নিজের পরাজয় হিসেবে দেখতে শেখে।
এই চাপের অযৌক্তিকতা আরও স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামাজিক বাস্তবতায়। যে দেশে পিএইচডি বা উচ্চতর ডিগ্রি অর্জনের পরও নিশ্চিত চাকরি বা ক্যারিয়ারের নিশ্চয়তা নেই, সেখানে আমরা ক্লাস ওয়ানের একটি সামান্য ক্লাস টেস্টের ফলাফলের জন্যও সন্তানকে শাসন করতে দ্বিধা করি না। অথচ সেই পরীক্ষায় ভালো করলে আমাদের আনন্দের যেন শেষ থাকে না—এমন এক আনন্দ, যা অনেক সময় সন্তানকে কেন্দ্র করে হলেও আসলে নিজের সামাজিক অবস্থান ও আত্মতৃপ্তির সঙ্গেই বেশি সম্পর্কিত।
এই আনন্দ–বেদনার পরিধি ধীরে ধীরে পারিবারিক গণ্ডি ছাড়িয়ে সামাজিক পরিসরে বিস্তৃত হয়। ভালো ফল করা শিক্ষার্থীদের অভিভাবকেরা আত্মতুষ্টিতে ভোগেন, আর অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকেরা নিজেদের সামাজিকভাবে ‘অপর্যাপ্ত’ ভাবতে শুরু করেন। এতে করে অভিভাবকদের মধ্যেও একধরনের নীরব প্রতিযোগিতা ও প্রতিহিংসার জন্ম হয়—যার বোঝা শেষ পর্যন্ত বহন করে শিশুরাই।
কিন্তু প্রশ্ন হলো—এটাই কি জীবনযুদ্ধের শিক্ষা?
জীবনযুদ্ধে জয় মানে কি প্রতিটি পরীক্ষায় প্রথম হওয়া? প্রতিটি প্রতিযোগিতায় অন্যকে পেছনে ফেলা? নাকি জীবনযুদ্ধে জয় মানে নিজের ভয়, দুর্বলতা, হতাশা ও নেতিবাচক প্রবণতাগুলোকে অতিক্রম করা?
সন্তানকে শেখানো উচিত—জীবনের সব লড়াই জেতা সম্ভব নয়, এবং সেটি প্রয়োজনীয়ও নয়। কোনো এক লড়াইয়ে হার মানেই জীবনযুদ্ধে পরাজয় নয়। বরং হার থেকে শেখার ক্ষমতাই মানুষকে শক্তিশালী করে। কোনো ব্যর্থতার পর নিজের ভুল–ত্রুটি বিশ্লেষণ করে, ইতিবাচকভাবে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নেওয়াই হলো প্রকৃত শিক্ষা।
আমাদের মনে রাখতে হবে—অন্যের জয় মানেই আমার হার নয়। জীবনের মাপকাঠি একমাত্র তুলনামূলক সাফল্য হতে পারে না। জীবনযুদ্ধে জয় মানে নিজেকে একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, নিজের সীমাবদ্ধতাকে চেনা, নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করা।
অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব সন্তানকে সর্বক্ষণ ‘জয়ী’ হতে উৎসাহিত করা নয়, বরং তাকে মানুষ হিসেবে গড়ে তোলা। এমন মানুষ, যে ব্যর্থতাকে ভয় পায় না; যে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত নয়; যে নিজের পথ নিজেই খুঁজে নিতে পারে।
তাই সন্তানকে শেখান—
জীবনযুদ্ধে জিততে, জীবনের প্রতিটি লড়াইয়ে নয়।
এই একটিমাত্র বোধই হয়তো আমাদের সন্তানদের মানসিকভাবে সুস্থ, মানবিক ও আত্মবিশ্বাসী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে।
আর এ বোধটির উদয় না হলে আমাদেরকে গ্রিক রাজা পাইরুহাস-এর অবস্থা বরণ করতে প্রস্তুত থাকতে হবে। তিনি এমন কিছু যুদ্ধে জয়ী হয়েছিলেন, যেখানে ক্ষয়ক্ষতি এতটাই বেশি ছিল যে সেই জয় শেষ পর্যন্ত তার সামগ্রিক পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনই শিশুকে অতিরিক্ত চাপ দিয়ে একটি পরীক্ষায় ভালো ফল করানো হলো, কিন্তু সেই প্রক্রিয়ায় তার আত্মবিশ্বাস, আনন্দ ও মানসিক স্বাস্থ্যের বড় ক্ষতি হলো। বাইরে থেকে সেটি জয় মনে হলেও, ভেতরে ভেতরে সেটি হয়তো জীবনযুদ্ধের পরাজয়।

অনেকে বলছেন দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের দিন শেষ। এই বার্ষিক বৈঠককে ধরা হয় বিশ্বজুড়ে প্রভাবশালীদের আড্ডাখানা বা ‘গ্লোবাল এস্টাবলিশমেন্ট’-এর প্রতীক হিসেবে। কিন্তু এর মৃত্যু বা অকেজো হওয়ার খবর বড্ড বাড়িয়ে বলা হচ্ছে। অন্তত বলা যায় এখনই এমন রায় দেওয়ার সময় আসেনি।
৪ ঘণ্টা আগে
ঢাকায় এখন জ্বলজ্বলে আলো, মাথার ওপর দিয়ে শাঁই শাঁই করে উড়ে যাচ্ছে মেট্রোরেল, উঁচু উঁচু দালানের শীর্ষমুখী অভিসার ঢেকে ফেলছে সমস্ত আকাশ, মেট্রোপলিটন থেকে আমাদের ঢাকাই মন আজ কসমোপলিটনের দিকে; অন্তহীন সভা ও সমাবেশের এই নগরীতে আজ পালিত হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষপূর্তি।
১ দিন আগে
পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে গণভোটের ইতিহাস ঘাটলে দেখা যায়, সরকার সেখানে সবসময়ই ‘নিরপেক্ষ দর্শক’ নয়। অনেক সময় তারা ‘সক্রিয় পক্ষ’। ২০১৬ সালে যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোটের উদাহরণটি এক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক এবং শক্তিশালী দলিল হতে পারে।
১ দিন আগে
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই ভারত এবং সোভিয়েত ইউনিয়ন দ্বারা প্রভাবিত ছিল। জিয়াউর রহমান বাংলাদেশের কূটনৈতিক ব্যবস্থাকে আরও প্রসারিত করেন এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার ইতিবাচক প্রচেষ্টা হাতে নেন।
১ দিন আগে