leadT1ad

বদনাম তারা করুক, আমি কাজ করে যাব: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল জনগণের সামনে কোনো পরিকল্পনা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা শুধু বিএনপির বদনাম করে যাচ্ছে। করুক, আমার আপত্তি নেই। আমি জনগণের জন্য কাজ করে যাব, সে পরিকল্পনায় দিয়েছি।

চট্টগ্রাম থেকে ফেরার পথে রোববার (২৫ জানুয়ারি) রাতে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভায় এসব কথা বলেন তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য শেষে পর্যায়ক্রমে ফেনী হয়ে কুমিল্লায় আসেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, পরিকল্পনা গ্রহণ করে সেটিকে কীভাবে বাস্তবায়ন করতে হয়, তা একমাত্র বিএনপিই জানে। তাদের (জামায়াত) হিংসা হচ্ছে। কারণ জনগণের জন্য তারা ভালো কিছু উপস্থাপন করতে পারেনি। তাদের ওই আইডিয়া নেই। কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই।

তিনি বলেন, এখানে দাঁড়িয়ে আমি প্রতিপক্ষদের তুমুল সমালোচনা করতে পারতাম। কিন্তু আমি তাদের নাম পর্যন্ত নিইনি। তাদের সমালোচনা আমি করিনি, করব না। জনগণ ও দেশের জন্য কি করতে পারব, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জনগণের জন্য রাজনীতি করি। আপনারা ভালো থাকলে অটোমেটিক আমাকে সমর্থন দেবেন। কাজেই, খামোখা অন্যেরা এটা-সেটা করেছে, এর মধ্যে আমি নেই। আমি আছি কি কাজ করব, কি পারব, কি পারব না, তা নিয়ে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী পথসভায় বিপুল উপস্থিতি। ছবি: বিএনপির মিডিয়া সেল
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী পথসভায় বিপুল উপস্থিতি। ছবি: বিএনপির মিডিয়া সেল

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি, মানুষও একটি পরিবর্তন চায়। মানুষ চায় একটু ভালো থাকতে। তাঁর সন্তান ও পরিবারের সদস্যদের চিকিৎসা যেন পায়। সন্তান যেন ভালোভাবে শিক্ষা পেতে পারে, ঝামেলা ছাড়া ব্যবসা-বাণিজ্য বা চাকরি করতে পারে। এগুলোই তো চায় মানুষ।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, যে যার মতো কাজ করবে। নিজের মেধা-যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে– এই নিশ্চয়তা তো মানুষ চায়। আমরা এই কাজগুলোই করতে চাই।

এ সময় বিএনপি সরকার গঠন করতে পারলে চৌদ্দগ্রামে খাল খনন উদ্বোধন করতে আসবেন বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত