leadT1ad

জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থিতা বৈধ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৭: ২৫
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে পঞ্চগড়-১ ও ২ আসনে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। সারা দেশে বিএনপির ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়া দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।’

শুনানিতে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেন, ‘আজ আমি দলের সভাপতি বা আইনজীবী হিসেবে আসিনি, এসেছি ভাইয়ের জন্য। ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তাঁর বোনের আকুতি আপনারা দেখেছেন। আমিও ভাইয়ের মনোনয়ন বৈধতার জন্য এসেছিলাম এবং সফল হয়েছি।’

এর আগে গত ৩ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতায় রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ৬ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেন। সেই আপিলেই আজ প্রার্থিতা ফিরে পেলেন তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত