স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ গড়ার এমন সুযোগ স্বাধীনতার পরে প্রথমবারের মতো এসেছে বলে মন্তব্য করেছেন সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘মহান আল্লাহ তায়ালা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদের সুযোগ দিয়েছেন, আগামী ৫০ বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন এই আমানতের খেয়ানত না করি।’
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত ১০ দলীয় নির্বাচনি জোটের জনসভায় তিনি এই মন্তব্য করেন। পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনের জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন সভায়।
তিনি বলেন, ‘২০২৪ সালের অভ্যুত্থানে এই বাংলাদেশ গড়ার আমরা মাত্র একটা ধাপ অতিক্রম করেছি। আগামী নির্বাচন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচন নির্ধারণ করবে আমরা ২৬ থেকে পেছনের দিকে ফিরে যাব; নাকি আবার ২৬ থেকে অভ্যুত্থানের মতো সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াইয়ের দিকে যাব।’
চাঁদাবাজ, দখলদার, মিথ্যা মামলার বাণিজ্যকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সামনের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরে সারজিস আলম বলেন, ‘আমাদের এই লড়াই হচ্ছে চব্বিশের লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই। প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে, আমাদের ওই মানুষদের বয়কট করতে হবে, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। ওই মানুষদের রুখে দিতে হবে, যারা দিনের বেলা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে নিজের দলের কোনো চাটুকারকে সভাপতি-সেক্রেটারি বানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে।’
তিনি বলেন, ‘যারা নির্বাচনের আগের দুই মাস দিনের বেলা জনদরদি হয়ে ওঠে আর নির্বাচনের পরে চার বছর ১০ মাস হারিকেন ধরিয়েও খোঁজে পাওয়া যায় না তাদের রুখে দিতে হবে।’
যারা শ্রমিকের সন্তানকে শ্রমিক বানায় কিন্তু নিজের সন্তানকে বিদেশে পড়াশোনা করায়, যারা নিরপেক্ষ প্রশাসনের কথা বলে কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষকে হয়রানি করে তাদের ত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন সারজিস আলম।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনি সভা করতে আজ সকালে ঢাকা ছাড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন তিনি। এরপর আগামীকাল রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান। এরপর আগামীকাল গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকায় ফিরবেন তিনি।
জামায়াতে ইসলামীর সূত্রে জানা গেছে, ঢাকায় ফিরে আগামী ২৫ জানুয়ারি, রোববার বেলা ১২টায় ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালানোর কথা রয়েছে জামায়াত আমিরের।

বাংলাদেশ গড়ার এমন সুযোগ স্বাধীনতার পরে প্রথমবারের মতো এসেছে বলে মন্তব্য করেছেন সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘মহান আল্লাহ তায়ালা স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো আমাদের সুযোগ দিয়েছেন, আগামী ৫০ বছরেও এই সুযোগ আসবে কিনা আমরা জানি না। আমরা যেন এই আমানতের খেয়ানত না করি।’
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত ১০ দলীয় নির্বাচনি জোটের জনসভায় তিনি এই মন্তব্য করেন। পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনের জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রেখেছেন সভায়।
তিনি বলেন, ‘২০২৪ সালের অভ্যুত্থানে এই বাংলাদেশ গড়ার আমরা মাত্র একটা ধাপ অতিক্রম করেছি। আগামী নির্বাচন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচন নির্ধারণ করবে আমরা ২৬ থেকে পেছনের দিকে ফিরে যাব; নাকি আবার ২৬ থেকে অভ্যুত্থানের মতো সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াইয়ের দিকে যাব।’
চাঁদাবাজ, দখলদার, মিথ্যা মামলার বাণিজ্যকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সামনের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরে সারজিস আলম বলেন, ‘আমাদের এই লড়াই হচ্ছে চব্বিশের লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই। প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে, আমাদের ওই মানুষদের বয়কট করতে হবে, যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। ওই মানুষদের রুখে দিতে হবে, যারা দিনের বেলা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির কথা বলে আর রাতের আধারে নিজের দলের কোনো চাটুকারকে সভাপতি-সেক্রেটারি বানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে নষ্ট করবে সেই পরিকল্পনা করে।’
তিনি বলেন, ‘যারা নির্বাচনের আগের দুই মাস দিনের বেলা জনদরদি হয়ে ওঠে আর নির্বাচনের পরে চার বছর ১০ মাস হারিকেন ধরিয়েও খোঁজে পাওয়া যায় না তাদের রুখে দিতে হবে।’
যারা শ্রমিকের সন্তানকে শ্রমিক বানায় কিন্তু নিজের সন্তানকে বিদেশে পড়াশোনা করায়, যারা নিরপেক্ষ প্রশাসনের কথা বলে কিন্তু রাতের আধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষকে হয়রানি করে তাদের ত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন সারজিস আলম।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের আট জেলায় নির্বাচনি সভা করতে আজ সকালে ঢাকা ছাড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন তিনি। এরপর আগামীকাল রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান। এরপর আগামীকাল গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা হয়ে ঢাকায় ফিরবেন তিনি।
জামায়াতে ইসলামীর সূত্রে জানা গেছে, ঢাকায় ফিরে আগামী ২৫ জানুয়ারি, রোববার বেলা ১২টায় ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালানোর কথা রয়েছে জামায়াত আমিরের।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
৯ মিনিট আগে
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকেই বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের বাইরে বেড়োতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের মা-বোন। তাদের ঘরে বন্দি করতে হলে অনেক তালা কিনতে হবে। যা জামায়াতে ইসলামীর পক্ষে তালা কেনা সম্ভব না। এত টাকা আমাদের নেই।’
৩১ মিনিট আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি।
১ ঘণ্টা আগে