leadT1ad

সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছাবেন তারেক রহমান, রোববার সাত কর্মসূচি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২: ৫৪
তারেক রহমান। স্ট্রিম গ্রাফিক

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছাবেন। আজ বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, তারেক রহমান তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

তারেক রহমান আগামীকাল সারা দিনে সাতটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীকে নিয়ে ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন।

মাহদী আমিন জানান, পলিসি টকে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁদের আকাঙ্ক্ষা সম্পর্কে জানবেন।

এরপর চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যাবেন তারেক রহমান। ওই সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীর পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।

ফেনী থেকে কুমিল্লায় গিয়ে তিনি তিনটি সমাবেশে অংশ নেবেন ও বক্তব্য দেনে। সমাবেশের স্থানগুলো হলো- চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সুয়াগাজী দিঘিরপাড় মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ।

সেখান থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন তারেক রহমান। দিনভর এসব কর্মসূচি শেষে তারেক রহমান ঢাকার গুলশানে তাঁর নিজস্ব বাসভবনে পৌঁছাবেন রাতে।

সিলেটের মতো এই সফরেও বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা একাংশ তারেক রহমানের সফর উনার সফরসঙ্গী হবেন বলেও জানান মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বিএনপি আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা’র বিজয়ী ১০ জনকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আজ দুপুর ২টায় গুলশানের বিচারপতি সাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত হবে। এসময় তারেক রহমানের সঙ্গে তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত থাকবেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত