leadT1ad

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন আলম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২৩: ৪৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাজিমুদ্দিন আলম এত দিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে এই নতুন পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে তিনি দলকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। দল তাঁর কাছে এমনটাই প্রত্যাশা করে।

Ad 300x250

সম্পর্কিত