শেষ হচ্ছে ডা. শফিকুর রহমানের মেয়াদ
স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলীয় প্রধান নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান এ বছরই নিজের মেয়াদকাল শেষ করতে যাচ্ছেন। আগামী মাসেই আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দলটি।
জামায়াতের একাধিক সূত্র স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছে। ডিসেম্বরের ভেতর পুরো প্রক্রিয়া শেষ করে আনার কথা জানিয়েছেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা। তাঁরা বলছেন, নতুন আমিরের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করতে চায় জামায়াত।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। সেখানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জামায়াতের আমির নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলাপ ওঠে। বৈঠকে উপস্থিত অন্তত দুজন নেতা স্ট্রিমকে জানান, অক্টোবর থেকেই আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জামায়াত।
দেশের সবগুলো জেলার রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচন করে থাকে জামায়াত। ফলে প্রক্রিয়াটি শেষ করে আনতে সময় লাগে। এ কারণে দলের ভেতর কয়েক মাস ধরে নির্বাচনী কার্যক্রম চলতে থাকে। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে সম্পন্ন করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিশন।
কমিশনের সঙ্গে যুক্ত একজন নেতা স্ট্রিমকে বলেন, ‘জামায়াতের জন্ম থেকে একই প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের কেন্দ্রীয় অর্গানাইজেশনে তিন বছরের জন্য আর জেলা অর্গানাইজেশনে দুই বছরের জন্য আমির নির্বাচন করা হয়। কখনোই এর ব্যত্যয় ঘটেনি। কোনো পরিস্থিতিই এটাকে স্টপ করায়নি। এটাই আমাদের গঠনতান্ত্রিক প্রক্রিয়া। এই হিসেবে অক্টোবরেই আমরা নতুন আমির নতুন সেটাপ শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমির নির্বাচন করা হবে।’
জামায়াত কীভাবে দলের আমির নির্বাচন করতে যাচ্ছে, জানতে চাইলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারাক হোসাইন স্ট্রিমকে জানান, অতীতে বৈরী পরিবেশেও মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমির নির্বাচন করা হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন আমির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তিনি বলেন, এটা একটা লং টাইম প্রসেস। এই প্রক্রিয়ায় এক-দেড় মাস সময় চলে যায়।
মোবারাক হোসাইন জানান, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী একজন একাধিকবার আমির হতে পারেন। ফলে বর্তমান আমিরেরও আবার নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। তবে তাঁর মতে, আগে থেকে কোনোভাবেই বলা সম্ভব নয় কে আমির নির্বাচিত হবেন।
২০১৬ সালে ৩ বছরের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন ডা. শফিকুর রহমান। পরে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির নির্বাচিত হন তিনি। ওই বছরের ৫ ডিসেম্বর ২০২০-২০২২ কার্যকালের জন্য আমির হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২২ সালের ২৭ অক্টোবর পরবর্তী তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এবারও নির্বাচিত হলে এটি হবে আমির হিসেবে তাঁর তৃতীয়বার দায়িত্ব গ্রহণ।

জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলীয় প্রধান নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান এ বছরই নিজের মেয়াদকাল শেষ করতে যাচ্ছেন। আগামী মাসেই আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দলটি।
জামায়াতের একাধিক সূত্র স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছে। ডিসেম্বরের ভেতর পুরো প্রক্রিয়া শেষ করে আনার কথা জানিয়েছেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা। তাঁরা বলছেন, নতুন আমিরের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করতে চায় জামায়াত।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। সেখানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জামায়াতের আমির নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলাপ ওঠে। বৈঠকে উপস্থিত অন্তত দুজন নেতা স্ট্রিমকে জানান, অক্টোবর থেকেই আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জামায়াত।
দেশের সবগুলো জেলার রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচন করে থাকে জামায়াত। ফলে প্রক্রিয়াটি শেষ করে আনতে সময় লাগে। এ কারণে দলের ভেতর কয়েক মাস ধরে নির্বাচনী কার্যক্রম চলতে থাকে। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে সম্পন্ন করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলের অভ্যন্তরীণ নির্বাচন কমিশন।
কমিশনের সঙ্গে যুক্ত একজন নেতা স্ট্রিমকে বলেন, ‘জামায়াতের জন্ম থেকে একই প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের কেন্দ্রীয় অর্গানাইজেশনে তিন বছরের জন্য আর জেলা অর্গানাইজেশনে দুই বছরের জন্য আমির নির্বাচন করা হয়। কখনোই এর ব্যত্যয় ঘটেনি। কোনো পরিস্থিতিই এটাকে স্টপ করায়নি। এটাই আমাদের গঠনতান্ত্রিক প্রক্রিয়া। এই হিসেবে অক্টোবরেই আমরা নতুন আমির নতুন সেটাপ শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমির নির্বাচন করা হবে।’
জামায়াত কীভাবে দলের আমির নির্বাচন করতে যাচ্ছে, জানতে চাইলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারাক হোসাইন স্ট্রিমকে জানান, অতীতে বৈরী পরিবেশেও মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমির নির্বাচন করা হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন আমির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। তিনি বলেন, এটা একটা লং টাইম প্রসেস। এই প্রক্রিয়ায় এক-দেড় মাস সময় চলে যায়।
মোবারাক হোসাইন জানান, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী একজন একাধিকবার আমির হতে পারেন। ফলে বর্তমান আমিরেরও আবার নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। তবে তাঁর মতে, আগে থেকে কোনোভাবেই বলা সম্ভব নয় কে আমির নির্বাচিত হবেন।
২০১৬ সালে ৩ বছরের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন ডা. শফিকুর রহমান। পরে ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির নির্বাচিত হন তিনি। ওই বছরের ৫ ডিসেম্বর ২০২০-২০২২ কার্যকালের জন্য আমির হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২২ সালের ২৭ অক্টোবর পরবর্তী তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এবারও নির্বাচিত হলে এটি হবে আমির হিসেবে তাঁর তৃতীয়বার দায়িত্ব গ্রহণ।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’।
১৩ মিনিট আগে
ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকেই বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের বাইরে বেড়োতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারীরা আমাদের মা-বোন। তাদের ঘরে বন্দি করতে হলে অনেক তালা কিনতে হবে। যা জামায়াতে ইসলামীর পক্ষে তালা কেনা সম্ভব না। এত টাকা আমাদের নেই।’
৩৫ মিনিট আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি।
১ ঘণ্টা আগে