leadT1ad

নির্বাচনী প্রচারে চট্টগ্রামে তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২০: ৩৩
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি বন্দরনগরীতে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিএনপি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম পৌঁছে তারেক রহমান লালখান বাজার এলাকার একটি তারকা হোটেলে (রেডিসন ব্লু) অবস্থান করবেন। আগামীকাল রোববার সকালে তিনি ওই হোটেলে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর পলো গ্রাউন্ড মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, ‘চট্টগ্রামের মানুষ চাতক পাখির মতো তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। আগামীকালের জনসভায় মানুষের ঢল নামবে। আমাদের প্রত্যাশা, কাল পুরো চট্টগ্রাম শহরই পলো গ্রাউন্ডে পরিণত হবে।’

চট্টগ্রামের কর্মসূচি শেষে তারেক রহমান সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও পাঁচটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। দিনভর মোট ছয়টি সমাবেশে অংশগ্রহণ শেষে কাল মধ্যরাতে তিনি ঢাকার গুলশানের বাসভবনে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে চট্টগ্রামে পৌঁছেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত