leadT1ad

তারেক রহমানের সঙ্গে একদিনে তিন দেশের কূটনীতিকের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২৩: ০৯
তারেক রহমানের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দেশের কূটনীতিক সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক তিনটি বৈঠকে করেন পাকিস্থান, জার্মানি ও অস্ট্রেলিয়ার কূটনীতিকেরা।

বিকেল সাড়ে চারটার দিকে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত পাকিস্থানের হাইকমিশনার ইমরান হায়দার। প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। এর প্রায় এক ঘন্টা পর সাক্ষাৎ করতে আসেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। সংগৃহীত ছবি

এ সময় বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী ও উপদেষ্টা মাহাদী আমিন।

বৈঠক শেষে হুমায়ূন কবির সাংবাদিকদের জানান, ‘তাঁরা খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। বৈঠকে কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা যায়, সে ব্যাপারে কথা হয়েছে। তাঁরা তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় অনুধাবন করতে পেরেছেন, তারেক রহমান শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাঁরা আগ্রহ নিয়ে আসছেন। কারণ তাঁরা দেখছেন তিনি (তারেক রহমান) বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সম্ভব্য প্রধানমন্ত্রী।’

Ad 300x250

সম্পর্কিত