leadT1ad

খালেদা-তারেকের আসনে প্রার্থী দিল এনসিপি, শফিক-পরওয়ারেরটা ফাঁকা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৭: ১২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্ট্রিম গ্রাফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রথম ধাপে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নাম ঘোষণা করা হয়েছে এমন আসনেও প্রার্থী দিয়েছে এনসিপি।

তবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নাম ঘোষিত আসন ফাঁকা রেখেছে দলটি।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির ঘোষিত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, দিনাজপুর-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির। এর আগে এই আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করেছিল বিএনপি।

এদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবার নির্বাচন করবেন ঢাকা-১৪ আসন থেকে। এই আসনে কোনো প্রার্থী দেয়নি এনসিপি।

অন্যদিকে, বিএনপি ইতিমধ্যে ২৭২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে বগুড়া-৬ আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ঘোষণা করা হয়েছে। এই আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ আল ওয়াকী। আবার খুলনা-৫ আসনে নির্বাচন করবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রথম দফায় এই আসনে প্রার্থী দেয়নি এনসিপি।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘আজকে আমরা মাত্র ১২৫ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছি। যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলোতে পরবর্তী ধাপে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পরদিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী দেবে না।’

এ ব্যাপারে জানতে চেয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত