২১ বছর পর এমসি কলেজে কাউন্সিল
‘চিহ্নিত রাজাকার, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের ধারণ করে যারা রাজনীতি করে, স্বাভাবিকভাবেই ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে অবস্থান নেওয়া।’
স্ট্রিম সংবাদদাতা

‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের চিহ্নিত রাজাকার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধারণ করে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। সব ছাত্র সংগঠন এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলাম বলেন, ‘যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনো অস্বীকার করতে পারবেন না, ১৯৭১ সালে এই দেশে গণহত্যা হয়েছে। সেহেতু এই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত এবং এখনো যারা বিশ্বাস করে যে, ১৯৭১ সালে কোনো গণহত্যা ঘটেনি। সেই সময়ে যারা চিহ্নিত রাজাকার, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের ধারণ করে যারা রাজনীতি করে, স্বাভাবিকভাবেই ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে অবস্থান নেওয়া।’
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। সোমবার (১১ আগস্ট) ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সাথে যারা জড়িত, সে খুনী শেখ হাসিনাসহ যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে তার প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা আজকের এই সম্মেলন ও কাউন্সিল থেকে প্রতিজ্ঞা ব্যক্ত করছি, আমরা এখনো আশায় রয়েছি তাঁকে (ইলিয়াস আলী) ফেরত পাব। আমরা আশায় রয়েছি এর সঠিক বিচার পাব। যদি বিচার না পাই, আবারও বলছি, ছাত্রদল তার প্রতিশোধ নেবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিব। তিনি বলেন, ‘অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম, বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত। তাঁরা এখনো ট্রমার মধ্যে রয়েছেন। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরণের অনীহা আছে। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করেই বাংলাদেশ ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’
দীর্ঘ একুশ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।

‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের চিহ্নিত রাজাকার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধারণ করে যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। সব ছাত্র সংগঠন এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলাম বলেন, ‘যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এবং আপনি কখনো অস্বীকার করতে পারবেন না, ১৯৭১ সালে এই দেশে গণহত্যা হয়েছে। সেহেতু এই গণহত্যার সঙ্গে যারা সম্পৃক্ত এবং এখনো যারা বিশ্বাস করে যে, ১৯৭১ সালে কোনো গণহত্যা ঘটেনি। সেই সময়ে যারা চিহ্নিত রাজাকার, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদের ধারণ করে যারা রাজনীতি করে, স্বাভাবিকভাবেই ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব তার বিরুদ্ধে অবস্থান নেওয়া।’
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাকিবুল ইসলাম রাকিব এসব কথা বলেন। সোমবার (১১ আগস্ট) ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সাথে যারা জড়িত, সে খুনী শেখ হাসিনাসহ যত বড় অপরাধী হয়ে থাকুক না কেন, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে তার প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা আজকের এই সম্মেলন ও কাউন্সিল থেকে প্রতিজ্ঞা ব্যক্ত করছি, আমরা এখনো আশায় রয়েছি তাঁকে (ইলিয়াস আলী) ফেরত পাব। আমরা আশায় রয়েছি এর সঠিক বিচার পাব। যদি বিচার না পাই, আবারও বলছি, ছাত্রদল তার প্রতিশোধ নেবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে বলেও দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিব। তিনি বলেন, ‘অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম, বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত। তাঁরা এখনো ট্রমার মধ্যে রয়েছেন। তাই অনেক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে এক ধরণের অনীহা আছে। কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করেই বাংলাদেশ ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’
দীর্ঘ একুশ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচনি প্রচারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসবকে নির্বাচনের আগে কেন্দ্র দখল ও ভোটারকে ভয় দেখানোর প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে বলে মন্তব্য করেছে দলটি।
১৪ মিনিট আগে
নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ ও গাজীপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন তিনি এই দুই জেলাসহ মোট তিনটি জনসভায় বক্তব্য দেবেন ।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থী না দেওয়ার কারণ হিসেবে আইনি বাধ্যবাধকতা না থাকাকে দায়ী করছে জামায়াত ইসলামী। পাশাপাশি সামাজিক বাস্তবতার কথাও বলছে দলটি।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামীর পক্ষে দলের নারী শাখার প্রচার কার্যক্রমে বিভিন্ন স্থানে বিএনপির বাধা দেওয়ার ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেছেন, বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে।
১ ঘণ্টা আগে