leadT1ad

পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী তাসনিম জারার হাতে ফুটবল প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নিজের পছন্দের প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী তাসনিম জারার হাতে ফুটবল প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

গত ১০ জানুয়ারি আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের কাছে তাসনিম জারা ফুটবল প্রতীক চাইবেন বলে জানিয়েছিলেন।

ঢাকা-৯ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বাকি ১১ প্রার্থী বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পাওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় প্রায় প্রতিদিনই কেউ না কেউ জানতে চেয়েছেন, তাঁকে সমর্থন করতে চাইলে ব্যালট পেপারে কোন প্রতীকে ভোট দিতে হবে। প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া গেল।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে আমার নির্বাচনী প্রচার শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিই আমার প্রচারের মূল ভিত্তি হবে।’ এ সময় তিনি নির্বাচনী আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা চান তাসনিম জারা।

জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-নেতাদের গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-৯ আসনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে মনোনয়ন দেয়। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে এনসিপির যুক্ত হওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে দল থেকে পদত্যাগ করেন তিনি।

পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। যাচাই-বাছাইয়ে সমর্থনকারীর সই জটিলতায় গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে, শুনানিতে প্রার্থিতা ফিরে পান তাসনিম জারা।

Ad 300x250

সম্পর্কিত