স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উভয়পক্ষে মোট ১৫ জন আহতের দাবি করা হলেও তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন কবলিত একটি সড়কের ইট-বালু সরিয়ে ফেলা হয়। সড়কটি থেকে ‘বিএনপির নেতারা ইট-বালু বিক্রি করে দিয়েছেন’—এমন অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন এনসিপির স্থানীয় কয়েকজন কর্মী।
তবে বালু পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কটি স্থানীয়দের দাবির মুখে মেরামত করা হচ্ছিল দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। তারা বলছেন, এসময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির বিরুদ্ধে মাটি বিক্রির অপপ্রচার চালিয়েছে।
ভিডিওটি ‘বিএনপির মানহানির’ উদ্দেশ্যে করা হয়েছে দাবি করে স্থানীয় দলটির স্থানীয় নেতারা সেটি ফেসবুক থেকে সরিয়ে নিতে বলেন। পরে ভিডিওটি সরানো হলেও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশের দাবি ওঠে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এনসিপি কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য এমপিপ্রার্থী আবদুল হান্নান মাসউদ লিখেছেন, ‘প্রথম যে ভিডিওটি, এটার লোকেশন চানন্দী ইউনিয়নের করিম বাজারের। একটা পিচ ঢালাই রাস্তা কেটে ইট, বালি, পাথর,পিচ সব বিক্রি করে দিচ্ছে স্থানীয় বিএনপির নেতারা। এর বিরুদ্ধে স্থানীয় জনগণসহ এনসিপি নেতারা প্রতিবাদ করে যখন ফিরছিল, পথে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এতে এনসিপি ও সাধারণ মানুষসহ মোট ১০ জন রক্তাক্ত হয়।‘
হান্নান মাসউদের অভিযোগ, ‘তারা এই দ্বীপের মাটি বিক্রি করে খায়, আর আমরা মাটি রক্ষায় রক্ত ঝরাই। এই ভুখাদের দ্বীপ হাতিয়ার মানুষ জবাব দিবেই, ইনশাআল্লাহ।’
এদিকে এ বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আরেক সম্ভাব্য এমপিপ্রার্থী মো. মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমে বলেছেন, ‘বিএনপির সম্মানহানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। সেখান থেকেই এই উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উভয়পক্ষে মোট ১৫ জন আহতের দাবি করা হলেও তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন কবলিত একটি সড়কের ইট-বালু সরিয়ে ফেলা হয়। সড়কটি থেকে ‘বিএনপির নেতারা ইট-বালু বিক্রি করে দিয়েছেন’—এমন অভিযোগ তুলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন এনসিপির স্থানীয় কয়েকজন কর্মী।
তবে বালু পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কটি স্থানীয়দের দাবির মুখে মেরামত করা হচ্ছিল দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। তারা বলছেন, এসময় এনসিপির লোকজন ভিডিও ধারণ করে বিএনপির বিরুদ্ধে মাটি বিক্রির অপপ্রচার চালিয়েছে।
ভিডিওটি ‘বিএনপির মানহানির’ উদ্দেশ্যে করা হয়েছে দাবি করে স্থানীয় দলটির স্থানীয় নেতারা সেটি ফেসবুক থেকে সরিয়ে নিতে বলেন। পরে ভিডিওটি সরানো হলেও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশের দাবি ওঠে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ বিষয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এনসিপি কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য এমপিপ্রার্থী আবদুল হান্নান মাসউদ লিখেছেন, ‘প্রথম যে ভিডিওটি, এটার লোকেশন চানন্দী ইউনিয়নের করিম বাজারের। একটা পিচ ঢালাই রাস্তা কেটে ইট, বালি, পাথর,পিচ সব বিক্রি করে দিচ্ছে স্থানীয় বিএনপির নেতারা। এর বিরুদ্ধে স্থানীয় জনগণসহ এনসিপি নেতারা প্রতিবাদ করে যখন ফিরছিল, পথে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। এতে এনসিপি ও সাধারণ মানুষসহ মোট ১০ জন রক্তাক্ত হয়।‘
হান্নান মাসউদের অভিযোগ, ‘তারা এই দ্বীপের মাটি বিক্রি করে খায়, আর আমরা মাটি রক্ষায় রক্ত ঝরাই। এই ভুখাদের দ্বীপ হাতিয়ার মানুষ জবাব দিবেই, ইনশাআল্লাহ।’
এদিকে এ বিষয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আরেক সম্ভাব্য এমপিপ্রার্থী মো. মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমে বলেছেন, ‘বিএনপির সম্মানহানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। সেখান থেকেই এই উদ্দেশ্যপ্রণোদিত হামলার ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষ্যে আবারও উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই পোস্ট করেন তিনি।
৬ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারত, তুরস্ক ও মিশরের কূটনীতিকেরা। এ ছাড়াও একই দিনে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষকের দল। এসব বৈঠকে তারেক রহমানের নানা পরিকল্পনা, আন্তর্জাতিক নীতি ও সম্পর্ক উন্নয়নের নানা দিক আলোচনা হয়েছে।
৭ ঘণ্টা আগে
১১ দলের সমঝোতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তাঁর মতে, শরিকদের কোনো কোনো দল শরিয়তকে অবজ্ঞা করছে। শরিকদের মধ্যে অনেকেই এমন কিছু কাজ করছে যা ইসলাম ও শরিয়াহ সম্মত না, বরং শরিয়তের সঙ্গে মারাত্মক সাংঘর্ষিক।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘যেখানে মব, সেখানেই প্রতিরোধ’ নীতিতে নির্বাচন কমিশনকে (ইসি) চলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ বা বড় ধরনের রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে।
১০ ঘণ্টা আগে