leadT1ad

বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত: মামুনুল হক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সংগৃহীত ছবি

দেশের মানুষ এখন ‘বাহাত্তরের বাকশালপন্থী’ এবং ‘চব্বিশের বিপ্লবপন্থী’—এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি সকল রাজনৈতিক পক্ষকে নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেছেন, সংস্কারের গণভোটে যারা ‘না’ ভোটের প্রচার চালাবে, তাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করা হবে।

আজ সোমবার (১ ডিসেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে আয়োজিত সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘এক ভাগে রয়েছে জনবিচ্ছিন্ন, দেশবিরোধী ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী গোষ্ঠী। অন্য ভাগে আছে দেশের স্বাধীনতাকামী ও জনগণের অধিকার রক্ষায় তৎপর শক্তি। সংক্ষেপে বললে—এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী, আরেক ভাগ চব্বিশের বিপ্লবপন্থী। আমরা চব্বিশের বিপ্লবপন্থী শক্তি।’

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সরকারকে এর দায় নিতে হবে উল্লেখ করে মামুনুল হক। জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে আট দলের ঐক্যে সামিল হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আট দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ জাতির মুক্তির সনদ, যেখানে ২৫টি দল স্বাক্ষর করেছে। এই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী নির্বাচন বৈধ হওয়া নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে। সেই ফাঁদ এড়াতেই নির্বাচনের আগে গণভোটের দাবি পুনর্ব্যক্ত করছি।’

Ad 300x250

সম্পর্কিত