স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা -১১ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের খুলনা-৫ আসনে দলীয় প্রার্থী চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন দাবি করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন।
বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির এই যুগ্ম মুখ্য সমন্বয়ক নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, চরমোনাই পীর সহজেই জোটে থাকতেন, যদি ঢাকা-১১ আসন তাদের দেওয়া হতো। আর ওই আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া মিয়া গোলাম পারওয়ার, মুহাদ্দিস আব্দুল খালেক, শাহজাহান চৌধুরীসহ অনেক শীর্ষ নেতাদের আসনে তাদের প্রার্থীর জন্য ছাড় চায়।
তুহিনের ফেসবুকে দেওয়া এই বক্তব্য সঠিক কি না জানতে চাইলে এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম স্ট্রিমকে বলেন, ‘যে পোস্ট দিয়েছে, সেটা তাঁকে জিজ্ঞেস করলেই ভালো। আপাতত জোটের ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই।’

এই ব্যাপারে জানতে চাইলে আরিফুর রহমান তুহিন স্ট্রিমকে বলেন, ‘ফেসবুকে আমি পোস্ট দিয়েছি। তবে জোটের ব্যাপারে দলীয়ভাবে আমরা কিছু বলছি না আপাতত।’
এদিকে নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে আজ পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। আজ বেলা সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।
এর আগে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে বার্তা পাঠিয়ে ১১ দল সংবাদ সম্মেলন ডেকেছিল। বার্তায় বলা হয়েছিল, ১৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে থাকবে কিনা, তা তখনও স্পষ্ট করেনি দলটি। দুপুরে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ স্ট্রিমকে বলেন, ‘সমঝোতায় থাকা না থাকা নিয়ে আজকালের মধ্যেই আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবেন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা -১১ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের খুলনা-৫ আসনে দলীয় প্রার্থী চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন দাবি করেছেন এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন।
বুধবার (১৪ জানুয়ারি) এনসিপির এই যুগ্ম মুখ্য সমন্বয়ক নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, চরমোনাই পীর সহজেই জোটে থাকতেন, যদি ঢাকা-১১ আসন তাদের দেওয়া হতো। আর ওই আসনে প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া মিয়া গোলাম পারওয়ার, মুহাদ্দিস আব্দুল খালেক, শাহজাহান চৌধুরীসহ অনেক শীর্ষ নেতাদের আসনে তাদের প্রার্থীর জন্য ছাড় চায়।
তুহিনের ফেসবুকে দেওয়া এই বক্তব্য সঠিক কি না জানতে চাইলে এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম স্ট্রিমকে বলেন, ‘যে পোস্ট দিয়েছে, সেটা তাঁকে জিজ্ঞেস করলেই ভালো। আপাতত জোটের ব্যাপারে আমাদের কোন বক্তব্য নেই।’

এই ব্যাপারে জানতে চাইলে আরিফুর রহমান তুহিন স্ট্রিমকে বলেন, ‘ফেসবুকে আমি পোস্ট দিয়েছি। তবে জোটের ব্যাপারে দলীয়ভাবে আমরা কিছু বলছি না আপাতত।’
এদিকে নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে আজ পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। আজ বেলা সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।
এর আগে আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণমাধ্যমে বার্তা পাঠিয়ে ১১ দল সংবাদ সম্মেলন ডেকেছিল। বার্তায় বলা হয়েছিল, ১৪ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে থাকবে কিনা, তা তখনও স্পষ্ট করেনি দলটি। দুপুরে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ স্ট্রিমকে বলেন, ‘সমঝোতায় থাকা না থাকা নিয়ে আজকালের মধ্যেই আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবেন।’

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত নির্বাচনী সমঝোতার বিষয়ে আশাবাদী ইসলামী আন্দোলন। দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এর মধ্যে যেকোনো কিছু ঘটতে পারে।
১ ঘণ্টা আগে
সারা দেশের মতো বগুড়া জেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে বগুড়া-৬ (সদর) আসন। এই আসনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে প্রার্থী হিসেবে পেয়ে সদর উপজেলার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামের কোনো নির্বাচনী অফিস বা রাজনৈতিক অফিসে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দলটি।
২ ঘণ্টা আগে
ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হককে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।
২ ঘণ্টা আগে