leadT1ad

চুয়াডাঙ্গা-২

স্বর্ণ ও মাদক পাচার রোধে প্রার্থীদের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চুয়াডাঙ্গা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৭: ১০
স্ট্রিম গ্রাফিক

বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা দীর্ঘদিন ধরে মাদক ও স্বর্ণ চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়নসহ এই দুই উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসন। ভারতের নদীয়া জেলা সীমান্ত সংলগ্ন হওয়ায় এই এলাকা দিয়ে যেমন নিয়মিত ফেনসিডিল ও মদ দেশে ঢুকছে, তেমনই বিপরীত পথে স্বর্ণ পাচার হচ্ছে ভারতে। সীমান্ত অপরাধকে কেন্দ্র করে এলাকায় খুন ও অপহরণের মতো ঘটনাও বাড়ছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযানে ১২ হাজার ৪৬৩ বোতল ফেনসিডিল, ৪৯ হাজার ৮০ বোতল মদ, ৭৬ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই সীমান্ত এলাকা থেকে প্রায় ১১৯ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার ও ধ্বংস করেছে বিজিবি।

২০২৫ সালে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। এই চোরাচালানকে কেন্দ্র করে অপরাধের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। ৫ কেজি স্বর্ণ আত্মসাতের জেরে ৫ জনকে ২১ দিন ধরে অপহরণ করে রাখার মতো লোমহর্ষক ঘটনাও ঘটেছে এই জনপদে।

জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে শুধু সভা-সেমিনার করলেই হবে না, সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা এগিয়ে না আসলে এই সমস্যা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।’ প্রবীণ সাংবাদিক আতিয়ার রহমানও মনে করেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক সচেতনতা ছাড়া এই রুটগুলো বন্ধ করা সম্ভব নয়।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের বক্তব্যে বড় জায়গা দখল করে আছে সীমান্ত চোরাচালান ও মাদক ইস্যু। জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, ‘আমাদের দলের কর্মীরা মাদক, দুর্নীতি ও চোরাচালানের সাথে জড়িত নয়। আমরা ক্ষমতায় আসলে একটি স্বচ্ছ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব।’

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত নারী হাসপাতাল এবং ভ্রাম্যমাণ (মোবাইল) স্বাস্থ্যসেবা চালু করা হবে। বেকারত্ব দূর করার পাশাপাশি সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।’

সীমান্তবর্তী এই আসনে মাদক ও চোরাচালান বন্ধের লড়াই শেষ পর্যন্ত কার হাত ধরে সফল হয়, তা-ই এখন দেখার বিষয়।

Ad 300x250

সম্পর্কিত